স্মার্টফোন নির্মাতা কোম্পানি Huawei বিশ্ব বাজারে Nova Y71 নামে একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। আবার কোম্পানিটি Nova Y-সিরিজের আরেকটি মডেলের ওপর কাজ করছে বলে জানা গেছে, যা Huawei Nova Y62 Plus নামে লঞ্চ হতে পারে।
এই ফোনটিকে খুব শীঘ্রই লঞ্চ করা হবে বলে জানা গেছে। ফোনটিকে GCF সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সার্টিফিকেশনটি থেকে Nova Y62 Plus ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে।
আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Huawei Nova Y62 Plus স্মার্টফোন
হুয়াওয়ে Nova Y62 Plus ফোনটিকে GCF সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এইখানে ফোনটি EVE-LX9 মডেল নম্বর সহ লিস্ট হয়েছে। তবে, এই ডেটাবেসটি স্মার্টফোনটির আর কোনও তথ্য প্রকাশ করেনি। তবে আপনাদের জানিয়ে রাখি যে বাজারে বিদ্যমান নোভা সিরিজের ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
হুয়াওয়ে নোভা ওয়াই৬১ ফোনে 6.52 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন এবং স্ট্যান্ডার্ড 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চলে, যা 4GB পর্যন্ত RAM এবং 64GB ইন-বিল্ট স্টোরেজের সাথে পেয়ার করা হয়েছে।
Huawei Nova Y61 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা রয়েছে। যার মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি 02 মেগাপিক্সেলের লেন্স রয়েছে। সেলফির জন্য ফোনের সামনে একটি 05 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh-এর ব্যাটারি রয়েছে। Huawei Nova Y62 Plus-এর Nova Y61-এর রিব্র্যান্ডেড সংস্করণ হওয়ার তথ্যটি একটি অসমর্থিত রিপোর্ট থেকে সামনে এসেছে, এটা সত্য না মিথ্যা লঞ্চের পরেই জানা যাবে।
আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার