Infinix Hot 40i স্মার্টফোন অসাধারণ ফিচার ও স্পেসিফিকেশন সহ বাজারে এসেছে

সৌদি আরবে Infinix Hot 40i ফোনটি ৯ হাজার টাকা রেঞ্জে লঞ্চ হয়েছে

Infinix Hot 40i

Infinix কোম্পানি তাদের বাজেট স্মার্টফোন সিরিজ Hot 40 সিরিজ ৯ই ডিসেম্বর বিশ্বব্যাপী লঞ্চ করবে। তার আগে, এই সিরিজের Infinix Hot 40i স্মার্টফোন সৌদি আরবে লঞ্চ হয়েছে। এই মডেলটিতে দুর্দান্ত ফিচার রয়েছে যেমন MediaTek Helio G88 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০এমএএইচ-এর ব্যাটারি এবং ৮জিবি র‍্যাম। এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র ৯ হাজার টাকার মধ্যে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

কোম্পানি সৌদি আরবে দুটি স্টোরেজ বিকল্পে Infinix Hot 40i ফোন নিয়ে এসেছে। ফোনটির দাম ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলটি SAR ৩৭৫ অর্থাৎ ৮৩০০ টাকার মত। এদিকে এই ফোনের ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে SAR ৪৬৫ বা ভারতীয় মুদ্রায় প্রায় ১০,৩০০ টাকা। এই ফোনটিকে পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারলাইট ব্ল্যাক রঙে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ

Infinix Hot 40i ফোন ফিচার

Infinix Hot 40i ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই পাঁচ-হোল স্টাইলের স্ক্রিন ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরমান্সের জন্য এই ফোনটিতে MediaTek Helio G88 প্রসেসর দেওয়া হয়েছে, যা এন্ট্রি লেভেলে বেশ ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য সুপরিচিত। ইনফিনিক্স হট ৪০আই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে LED ফ্ল্যাশ সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর এবং একটি সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে আপনি একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন।

ডেটা সঞ্চয় করার জন্য, এই ফোনে ৮জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড সহ ৫০০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে।

সিকুরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এতে ডুয়াল সিম 4G সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথের মতো অনেক প্রয়োজনীয় ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ

Exit mobile version