Infinix Smart 8 স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে

Infinix বাজারে আনতে চলেছে খুবই সস্তায় Infinix Smart 8 স্মার্টফোন

Infinix Smart 8

ভারতীয় বাজারে সস্তা স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড ইনফিনিক্স নতুন Infinix Smart 8 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও কোম্পানি আনুষ্ঠানিকভাবে এটি লঞ্চ করার কথা ঘোষণা করেনি, তবে ফোনটিকে গুগল প্লে কনসোলের তালিকায় দেখা গেছে। আপনাদের জানিয়ে রাখি যে এর আগে এই ফোনটি Geekbench এবং FCC সাইটেও দেখা গিয়েছিল। তবে ফোনটিকে কত দামে আনা হবে তা এখনও জানা যায়নি। তাহলে চলুন জেনে নেওয়া যাক নতুন তালিকা থেকে পাওয়া গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত বিবরণ।

8 গুগল প্লে কনসোল  তালিকায় বলা হয়েছে যে নতুন Infinix Smart 8 ফোনটি HD Plus ডিসপ্লে সহ আসতে পারে।এই ফোনের স্ক্রিন রেজোলিউশন হতে পারে ৭২০ পিক্সেল বাই ১৬১২ পিক্সেল। পারফরম্যান্সের জন্য, এই ফোনটিতে Unisoc T606 চিপসেট থাকতে পারে। ফোনটি 3GB RAM এর সাথে আসতে পারে। গুগল প্লে কনসোল জানিয়েছে যে এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

আরও পড়ুনঃ

Infinix Smart 8 রেন্ডার

Google Play Console তালিকা থেকে Infinix Smart 8 ফোনের একটি রেন্ডারও প্রকাশিত হয়েছে। এই রেন্ডারে দেখা যাচ্ছে এই ফোনে একটি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। ফোনের ডানদিকে থাকবে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন।এ ছাড়া রেন্ডার থেকে আর কিছু দেখা যায়নি।

Infinix Smart 8 সম্ভাব্য স্পেসিফিকেশন

ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে ৬.৫ বা ৬.৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। এটি ৭২০ বাই ১৬১২ পিক্সেল স্ক্রীন রেজোলিউশন সাপোর্ট করতে পারে। কোম্পানি এই ফোনে এন্ট্রি লেভেল Unisoc T606 চিপসেট যোগ করতে পারে।
ফোনের বেস মডেলটি 3GB RAM সহ আসতে পারে। এছাড়া এই ফোনে ভার্চুয়াল র‍্যাম ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম 4G, Wi-Fi, Bluetooth, 3.5mm অডিও জ্যাক থাকবে। সিকুরিটিরজন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দেওয়া হবে। ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে Android 13 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে। এই ফোনে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

আরও পড়ুনঃ

Exit mobile version