Bangla Tech Newslatest techlatest tech newsTech Banglatech guideTech News BanglaTechnology Newstrending tech news

Instagram Reels- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram রিলসের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে

রিলসের জন্য নতুন ফিচার নিয়ে হাজির Instagram সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

Instagram Reels

Instagram Reels– ইনস্টাগ্রাম নিত্যনতুন ফিচার এনে ইউজারদের চমকে দিচ্ছে। এবার রিলসে নতুন ফিচার এনে ফের তাক লাগালো এই জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ইন্দো-চিন সংঘর্ষের পর টিকটক ভারত থেকে বিদায় নিয়েছে। তার কয়েক দিনের মধ্যেই সেই অ্যাপের শূন্যস্থান পূরণ করেছিল ইনস্টাগ্রামের রিলস। যা বর্তমানে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। গ্রাহকদের মন জয় করতেই সেই রিলসে নিত্যনতুন ফিচার যোগ করে চলেছে ইনস্টাগ্রাম। এবার ইনস্টাগ্রাম স্টোরির মতো ফিচার যুক্ত হয়েছে রিলসের সাথে। যার দৌলতে ইনস্টাগ্রাম ইউজাররা ভিডিওর সঙ্গে গানের কথাও এবার লিখে আপলোড করতে পারবে।

আরও পড়ুনঃ

Instagram Reels

তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে এডিটের সময় রিলসে জুড়ে দেওয়া যাবে গানের কথাগুলি। খুব সহজেই এই কাজটি করা যাবে। আপ্নারা যেভাবে স্টোরি আপলোড করেন, অনেকটা সেই পদ্ধতিতেই এই কাজ করা যাবে। প্রথমে ‘+’ আইকনটি ক্লিক করে রিলস তৈরি করতে হবে। তারপর ‘Audio’ অপশনে ক্লিক করে যোগ করতে পারবেন আপনার পছন্দের গান। এবার বাঁদিকে সোয়াইপ করে যোগ করতে পারবেন সেই গানের লিরিক্স বা শব্দ।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসারি জানিয়েছেন যে, অনেক সময়ই দেখা যায় ইউজাররা ম্যানুয়ালি গানের লিরিক্স যোগ করে। কিন্তু এবার তা আরও সহজ করে দেওয়া হয়েছে। এতে নিজের মন ভাব আরও ভালোভাবে প্রকাশ করা যাবে। তবে শুধু গানের কথা যোগ করাই নয়, গ্রাহকদের আকৃষ্ট করতে অদূর ভবিষ্যতে ইনস্টাগ্রামে আরও কিছু ফিচার আনার কথাও জনিয়ে রাখলেন ইনস্টাগ্রাম প্রধান।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button