5G5G SmartphoneBangla NewsBangla Tech NewsiPhonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZonePhone OfferSmartphoneSmartphone OfferTech BanglaTech News Banglatech news todayTechnology Newstrending tech news

iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14

Apple iPhone 14 ফোনটিকে ১৮% ছাড় দিয়ে ফ্লিপকার্ট থেকে কেনার সুযোগ। এই ফোনটির উপরে ১৩ হাজার টাকা ছাড়। এতে রয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে।

apple iphone 14

আপনি যদি নতুন আইফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। Apple iPhone 14 ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে ১৮% ছাড়। ফোনটিকে আপনি বিভিন্ন কালারে কিনতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি যে অ্যাপেল কোম্পানি কয়েকদিন আগেই তাদের ১৫ সিরিজের অধীনে কয়েকটি নতুন ফোন বাজারে নিয়ে এসেছে।  অ্যাপেল আইফোন কেনার ইচ্ছা অনেকেরই থাকে। কেউ কেউ দীর্ঘদিন ধরে প্ল্যান করেও কিনতে পারেন না। এর সবচেয়ে বড় কারণ হল এর দাম। তবে তাদের জন্য এসেছে সুবর্ণ সুযোগ।

Apple iPhone 14 ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। এতে ১২+১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন A15 Bionic Chip, 6 Core প্রসেসর। ফোনটিকে এই মুহূর্তে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ফোনটিকে কত দাম কিনতে পারবেন এবং এর মধ্যে কি কি ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে।

অ্যাপেল আইফোন ১৪ ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ১৮% ছাড় দিয়ে মাত্র ৫৬৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এর আসল দাম হল ৬৯৯৯৯ টাকা। অর্থাৎ আপনি ফোনটির উপরে পেয়ে যাচ্ছেন ১৩ হাজার টাকা ছাড়। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার, ইনস্ট্যান্ট ডিস্কাউন্ট অফার, এবং ক্যাশব্যাক অফার। ফোনটিকে নো-কোস্ট ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার পুরনো ফোনটিকে এক্সচেঞ্জ করে এই আইফোন ১৪ কে বাড়ি নিয়ে আসতে পারবেন। ফোনটি Starlight, Blue, Midnight, Purple ইত্যাদি কালারে উপলব্ধ রয়েছে।

আরও পড়ুনঃ

Apple iPhone 14 ফোন ফিচার

আইফোন ১৪ ফোনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রীন রেজুলসন ২৫৩২ পিক্সেল বাই ১১৭০ পিক্সেল এবং ১২০০ পিক ব্রাইটনেস। পারফরমান্সের জন্য এই ফোনে A15 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আপনি পেয়ে যাবেন। যার প্রাইমারি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। এছাড়া সেকেন্ডারি ক্যামেরাটি হল ১২ মেগাপিক্সেলের। ফোনটির সামনে একটি ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ন্যানো সিম এবং ই-সিম বেবহার করা যাবে। ফোনটিতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।

ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। সিকুরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি iOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করবে। এতে ৩২৭৯এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যা একবার চার্জে সারাদিন ব্যবহার করা যাবে। ফোনটি IP68 রেটিং প্রাপ্ত। যার জন্য ফোনটি জল, ধুলো বালি থেকে সুরক্ষিত থাকবে। ফোনটির ওজন ১৭২ গ্রাম।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ