5GBangla Tech NewsiPhonelatest tech newsMobile PhoneOfferOffer ZoneSmartphone OfferTech BanglaTechnology Newstrending tech news

Apple iPhone 14 Plus-এর উপর বাম্পার ছাড়, অনেকটাই সস্তা হয়ে গেছে

অ্যাপেল আইফোন ১৪ প্লাস ফোনটিকে এই মুহূর্তে মাত্র ৬৩,৯৯৯ টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।

Apple iPhone 14 Plus

ভারতীয় আইফোন গ্রাহকদের জন্য সুখবর। Apple iPhone 14 Plus ফোনটিকে গত বছর ৮৯,৯৯০ টাকা প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। তবে ফোনটি এখন ডিসকাউন্ট, ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফারের সাথে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে ১২+১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, A15 Bionic Chip, 6 Core প্রসেসর, ৬.৭ ইঞ্চির ডিসপ্লে, এবং ১২৮জিবি স্টোরেজ। তাহলে চলুন জেনে নেওয়া যাক iPhone 14 Plus ফোনটির উপরে অফারগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য।

আইফোন ১৪ প্লাস ফোনের ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ফ্লিপকার্টে এখন ৬৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার রয়েছে, যা বেবহার করে আপনি ইনস্ট্যান্ট ডিস্কাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও আইফোন ১৪ প্লাস ৪২,৯৯৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে। আপনি এক্সচেঞ্জ অফারের পুরো অফার পেয়ে যান তাহলে আপনার জন্য ফোনটির দাম পড়বে মাত্র ২২,০০০ টাকা। ফোনটিকে Blue, Purple, Starlight, এবং Midnight কালারে কেনা যাবে। এই সমস্ত অফার আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ

Apple iPhone 14 Plus ফোন ফিচার

  • আইফোন ১৪ প্লাস ফোনে রয়েছে ২৭৭৮ বাই ১২৮৪ স্ক্রীন রেজুলসন সহ ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে।
  • পারফরম্যান্সের জন্য এতে পেয়ে যাবেন এ১৫ বায়োনিক চিপসেট এবং আইওএস ১৬ অপারেটিং সিস্টেম।
  • ডিভাইসটি ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ অপশন উপলব্ধ রয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৩২৩এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ব্যাটারি ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে।
  • সিকুরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি IP68 রেটিং প্রাপ্ত, যা জল এবং ধুলোবালি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে।
  • ফটোগ্রাফির জন্য এই আইফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭ অ্যাপারচার লেন্সসহ একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে একটি ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • এতে একটি ন্যানো সিম ও একটি ই-সিম বেবহার করা যাবে। এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। ফোনটির ওজন ২০৩ গ্রাম।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button