ভারতের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি টেক ব্র্যান্ড আইটেল আজ ভারতের বাজারে তাদের নতুন ফোন লঞ্চ নিয়ে এসেছে। কোম্পানি বাজেট রেঞ্জে দারুণ ফিচার সহ লোয়ার মিড রেঞ্জে itel S23 Plus স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। এতে আপনি পেয়ে যাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 3D curved ডিসপ্লে এবং In-Display Fingerprint সেন্সর। ফোনটিকে মাত্র 13,999 টাকায় নিয়ে আসা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে
itel S23 Plus স্মার্টফোন এর দাম রাখা হয়েছে ১৩৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৮+৮ জিবি র্যাম ও ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনারা আইটেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন। ফোনটিকে দু তিনটি কালারে আনা হয়েছে।
itel S23 Plus স্মার্টফোন ফিচার
- আইটেল S23+ ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 3ডি কার্ভড এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এর ডিসপ্লে রেজুলসন ১০৮০ পিক্সেল বাই ২৪০০ পিক্সেল। সিকুরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এর ডিসপ্লেতে গোরিলা গ্লাস 5 এর কোটিং রয়েছে।
- এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে। পারফরমান্সের জন্য এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Unisoc Tiger T616 অক্টাকোর প্রসেসর।
- ফটোগ্রাফির জন্য আইটেল এস২৩ প্লাস ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
- এই ফোনে মেমরি ফিউশন টেকনোলজি দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনের ৮জিবি RAM এর সঙ্গে অতিরিক্ত ৮জিবি virtual RAM যোগ করে মোট ১৬জিবি RAM পাওয়া যাবে।
- পাওয়ার ব্যাকআপের জন্য itel S23 Plus ফোনে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৮ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।
আরও পড়ুনঃ বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন