Site icon Technology News

খুবই কম দামে দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল itel S23 Plus স্মার্টফোন

itel S23 Plus

ভারতের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি টেক ব্র্যান্ড আইটেল আজ ভারতের বাজারে তাদের নতুন ফোন লঞ্চ নিয়ে এসেছে। কোম্পানি বাজেট রেঞ্জে দারুণ ফিচার সহ লোয়ার মিড রেঞ্জে itel S23 Plus স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। এতে আপনি পেয়ে যাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 3D curved ডিসপ্লে এবং In-Display Fingerprint সেন্সর। ফোনটিকে মাত্র 13,999 টাকায় নিয়ে আসা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে

itel S23 Plus স্মার্টফোন এর দাম রাখা হয়েছে ১৩৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৮+৮ জিবি র‍্যাম ও ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনারা আইটেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন। ফোনটিকে দু তিনটি কালারে আনা হয়েছে।

itel S23 Plus স্মার্টফোন ফিচার

আরও পড়ুনঃ বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন

Exit mobile version