Bikelatest techlatest tech newslatest technology newsTech BanglaTech News Banglatech news todayTechnology Newstrending tech news

Jawa 42 এবং Yezdi Roadster বাইক লঞ্চ হল, দাম ১.৯৮ লাখ টাকা থেকে শুরু

Jawa 42 বাইকটি 294.7cc লিক্যুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং Yezdi Roadster বাইকটি 334cc লিক্যুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ বাজারে এসেছে। এদের দাম ১.৯৮ লাখ টাকা থেকে শুরু হয়েছে।

Jawa 42 and Yezdi Roadster

মোটরসাইকেল নির্মাতা কোম্পানি Jawa Yezdi ভারতের বাজারে তাদের নতুন ডুয়াল-টোন ভ্যারিয়েন্টে Jawa 42 এবং Yezdi Roadster বাইক লঞ্চ করেছে। দুটি ভ্যারিয়েন্টেরই চারটি নতুন কালার অপশনে বাজারে নিয়ে আসা হয়েছে। নতুন Jawa 42 ডুয়াল টোন ভ্যারিয়েন্টের মধ্যে রয়েছে ক্লিয়ার লেন্স ইন্ডিকেটর্স, শর্ট-হ্যাং ফেন্ডার্স, নতুন ডিম্পলড্ ফুয়েল ট্যাঙ্ক এবং ডায়মন্ড কাট অ্যালয় হুইল। এদিকে বাইকের ইঞ্জিন এবং এগসস্ট কম্পোনেন্টে র‌্যাভেন টেক্সচার ফিনিশ দেওয়া হয়েছে।

এদের বাইক দুটির মধ্যে Jawa 42 ডুয়াল টোনের দাম শুরু ১,৯৮,১৪২ টাকা থেকে এবং Yezdi Roadster-এর দাম শুরু ২,০৮,৮২৯ টাকা থেকে। এই বাইকদুটি কসমিক রক, ইনফিনিটি ব্ল্যাক, স্টারশিপ ব্লু এবং সেলেস্টিয়াল কপারের মতো একাধিক কালার মিশ্রণে বাজারে এসেছে।

আরও পড়ুনঃ বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন

Jawa 42 এবং Yezdi Roadster বাইক

এই বাইকদুটিতে রিডিজ়াইনড ব্যাশ প্লেট, নতুন হ্যান্ডেলবার মাউন্টেড মিরর এবং নতুন হ্যান্ডেলবার গ্রিপ দেওয়া হয়েছে। আগের মতোই নতুন Jawa ৪২ বাইকে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে 294.7cc লিক্যুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা 27bhp এবং 26.8Nm প্রোডিউস করে। এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে সিক্স-স্পিডের গিয়ারবক্সের সাথে।

Yezdi Roadster বাইকটিকে আগের তুলনায় আরও ট্যুরিং ফ্রেন্ডলি করা হয়েছে। বাইকটির মূল পরিবর্তন মধ্যে রয়েছে বাইকটির আর্গোনমিক্স ডিপার্টমেন্টে। এছাড়া গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে রয়েছে, রিভাইজ়ড রাইডার ফুট পেগ এবং আগের থেকে লম্বা হ্যান্ডেলবার। Jawa ৪২ ডুয়াল টোন ভ্যারিয়েন্টের বাইকের মতোই এই বাইকটিতেও কিছু ডিজ়াইনের মধ্যে আপডেট আনা হয়েছে। এতে স্পোর্টিয়ার লুকিং নি রেসেস, ডায়মন্ড কাট অ্যালয় হুইল এবং র‌্যাভেন টেক্সচার ফিনিশ দেওয়া হয়েছে। এই মোটর বাইকে এখন 334cc লিক্যুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যা 29bhp এবং 28.9Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এছাড়া রয়েছে ডুয়াল চ্যানেল ABS এবং একটি 1440mm হুইলবেস।

নতুন হ্যান্ডেলবার গ্রিপ ও হ্যান্ডেলবার-মাউন্টেড মিররও ফিচার। এই নতুন মডেলটিকে মোট চারটি কালার ভ্যারিয়েন্টে আপনি ক্রয় করতে পারবেন, যার মধ্যে ডুয়াল টোন থিমও রয়েছে: রাশ আওয়ার রেড, ফরেস্ট গ্রিন, লুনার হোয়াইট এবং শ্যাডো গ্রে।

আরও পড়ুনঃ আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে

FAQs about Jawa 42 and Yezdi Roadster Bike

  • Jawa 42 বাইকের দাম কত?
  • উত্তর- এই বাইকটির দাম হল ১,৯৮,১৪২ টাকা থেকে শুরু।
  • Yezdi Roadster বাইকের দাম কত?
  • উত্তর- এই বাইকটির দাম ২,০৮,৮২৯ টাকা থেকে শুরু।

Related Articles

Back to top button