Lava Blaze 2 5G হ্যান্ডসেটের দাম মাত্র ৯,৯৯৯ টাকা। লাভা ব্লেজ 2 5G ফোনটিতে খুব আকর্ষণীয় গ্লাস ব্যাক ডিজাইন রয়েছে। ফোনের পিছনে একটি রিং লাইট দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য, এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনশন 6020 প্রসেসর রয়েছে। ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে একটি হল 4GB RAM এবং 64GB স্টোরেজ এবং অন্যটি হল 6GB RAM এবং 128GB স্টোরেজ।
লাভা এ বছর দেশে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। লাভা মোবাইল বিভিন্ন সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। মূলত, কোম্পানি বিশেষ করে এন্ট্রি-লেভেল বাজেট সেগমেন্টে ফোকাস করেছে, যে ফোনগুলো ভালো ক্যামেরা, ডিজাইন এবং 5G কানেক্টিভিটি অফার করে। বুধবার, লাভা ভারতে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Lava Blaze 2 5G। এই নতুন 5G হ্যান্ডসেটের দাম মাত্র ৯,৯৯৯ টাকা।
আরও পড়ুনঃ
-
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
-
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে
Lava Blaze 2 5G ফোনকে ভারতের বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে একটি হল 4GB RAM ও 64GB স্টোরেজ এবং অন্যটি হল 6GB RAM ও 128GB স্টোরেজ। উভয় ভেরিয়েন্টে রয়েছে এক্সপেন্ডেবেল র্যাম ফিচার। এছাড়া ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে, জেগুলি হল গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার। ৯ই নভেম্বর থেকে গ্রাহকরা এই ফোনটিকে লাভার অফিসিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পারবেন।
Lava Blaze 2 5G স্মার্টফোন ফিচার
- এই ফোনটিতে একটি ৬.৫৬ ইঞ্চির HD+ IPS পাঞ্চ-হোল 2.5D কার্ভড ডিসপ্লে রয়েছে। যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
- ফোনটি অটোমেটিক কল রেকর্ডিং সাপোর্ট করে। সিকুরিটির জন্য রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
- পারফরম্যান্সের জন্য, লাভা ব্লেজ 2 5জি ফোনে অত্যন্ত শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর দেওয়া হয়েছে। এতে Android 13 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে, যা Android 14 আপগ্রেডেশন পাবে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- Lava Blaze 2 5G ফোনের সামনে এবং পিছনে দুটি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।ফোনটি ফিল্ম, স্লো মোশন, টাইমল্যাপস, ইউএসসি, জিআইএফ, বিউটি, এইচডিআর, নাইট, প্রো, পোর্ট্রেট, এআই, প্যানোরামা, ফিল্টার এবং ইন্টেলিজেন্স স্ক্যানিংয়ের মতো মোড অফার করে।
আরও পড়ুনঃ