Lava Blaze 2 5G স্মার্টফোন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে 9,999 টাকায় লঞ্চ হয়েছে

Lava Blaze 2 5G স্মার্টফোনটিকে

Lava Blaze 2 5G হ্যান্ডসেটের দাম মাত্র ৯,৯৯৯ টাকা। লাভা ব্লেজ 2 5G ফোনটিতে খুব আকর্ষণীয় গ্লাস ব্যাক ডিজাইন রয়েছে। ফোনের পিছনে একটি রিং লাইট দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য, এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনশন 6020 প্রসেসর রয়েছে। ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে একটি হল 4GB RAM এবং 64GB স্টোরেজ এবং অন্যটি হল 6GB RAM এবং 128GB স্টোরেজ।

লাভা এ বছর দেশে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। লাভা মোবাইল বিভিন্ন সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। মূলত, কোম্পানি বিশেষ করে এন্ট্রি-লেভেল বাজেট সেগমেন্টে ফোকাস করেছে, যে ফোনগুলো ভালো ক্যামেরা, ডিজাইন এবং 5G কানেক্টিভিটি অফার করে। বুধবার, লাভা ভারতে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Lava Blaze 2 5G। এই নতুন 5G হ্যান্ডসেটের দাম মাত্র ৯,৯৯৯ টাকা।

আরও পড়ুনঃ

Lava Blaze 2 5G ফোনকে ভারতের বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে একটি হল 4GB RAM ও 64GB স্টোরেজ এবং অন্যটি হল 6GB RAM ও 128GB স্টোরেজ। উভয় ভেরিয়েন্টে রয়েছে এক্সপেন্ডেবেল র‍্যাম ফিচার। এছাড়া ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে, জেগুলি হল গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার। ৯ই নভেম্বর থেকে গ্রাহকরা এই ফোনটিকে লাভার অফিসিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পারবেন।

Lava Blaze 2 5G স্মার্টফোন ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version