ভারতের দেশীয় স্মার্টফোন নির্মাণ কোম্পানি Lava তাদের ব্যবহারকারীদের জন্য নতুন উপহার নিয়ে এসেছে। কোম্পানি ভারতীয় বাজারে কম দামের ডাবল ডিসপ্লে সহ লাভা ব্লেজ ডুও স্মার্টফোন লঞ্চ করেছে। এটিতে একটি 6.67-ইঞ্চি 3D কার্ভ AMOLED প্রাথমিক ডিসপ্লে এবং পিছনের প্যানেলে একটি 1.58-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ফোনে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যেমন ভার্চুয়াল RAM সহ 16GB RAM, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, 5000mAh-এর ব্যাটারি, 64 মেগাপিক্সেলের AI ক্যামেরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের বৈশিষ্ট্য, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।
Lava Blaze Duo ফোনটি ভারতীয় বাজারে দুটি স্টোরেজ বিকল্পে পেশ করা হয়েছে। ফোনটির 6GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 16,999 টাকা এবং 8GB + 128GB মডেলের দাম রাখা হয়েছে 17,999 টাকা।আগামী 20ই ডিসেম্বর থেকে এই ফোনটিকে শপিং সাইট আমাজনের মাধ্যমে পাওয়া যাবে। এই ফোনটি সেলেস্টিয়াল ব্লু এবং আর্কটিক ব্রাইট কালার অপশনে এসেছে। এই দুটি মডেলকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড এর মাধ্যমে ক্রয় করলে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে।
Lava Blaze Duo ফোন স্পেসিফিকেশন
লাভা ব্লেজ ডুও ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চির 3D কার্ভড AMOLED প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের পিছনের প্যানেলে আপনি পেয়ে যাবেন 1.58-ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই সেকেন্ডারি স্ক্রিনের মাধ্যমে নোটিফিকেশন, মিউজিক প্লেব্যাক কন্ট্রোল বা ক্যামেরার ভিউফাইন্ডার ব্যবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। এদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে আপনি পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পারফরমান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি। এছাড়া সিকুরিটির জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, স্টেরিও স্পিকার, ডুয়াল ক্যামেরা সেটআপ, জল এবং ধুলো সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং, ডুয়াল সিম 5G সাপোর্ট, 4G VoLTE নেটওয়ার্ক, Wi-Fi 6E ভার্সন, Bluetooth 5.4 ইত্যাদি। এই ফোনের ওজন 186 গ্রাম।
আরও পড়ুনঃ