Site icon Technology News

Motorola Edge 50 Fusion ফোনটি দুর্দান্ত পারফমান্সের সাথে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে

Motorola Edge 50 Fusion Phone Details
Motorola Edge 50 Fusion Phone Details

Motorola Edge 50 Fusion Phone Details- স্মার্টফোন নির্মাতা কোম্পানি Motorola 3রা এপ্রিল ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে বাজারে একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করার কথা হবে। কোম্পানি এখনও ফোনের নাম সম্পর্কে কিছুই প্রকাশ করেনি, তবে মনে করা হচ্ছে Edge সিরিজ লঞ্চ হবে এবং Motorola Edge 50 Pro, Edge 50 এবং Edge 50 Fusion লঞ্চ হতে পারে এই ইভেন্টের মাধ্যমে। তবে আপনাদের জানিয়ে রাখি যে Motorola Edge 50 Fusion ফোনের ফিচার ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। তাহলে চলুনে জেনে নেওয়া যাক কি কি থাকবে এতে এবং এর দাম কত হবে।

আরও পড়ুনঃ

টিপস্টার ইভান Motorola Edge 50 Fusion ফোন সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। দেওয়া তথ্য অনুযায়ী, এই ফোনটি মিড রেঞ্জে বাজারে আসবে। এই ফোনের দাম প্রায় 25,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। আরও জানা গয়েছে যে, ফোনটি পিকক পিঙ্ক, ব্যালাড ব্লু (ভেগান লেদার) এবং টাইডাল রঙে লঞ্চ হতে পারে। তবে ফোনটিকে কবে থেকে বিক্রি করা হবে সেই সম্পর্কে কোন তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Motorola Edge 50 Fusion এর সম্ভাব্ব্য ফিচার (লিক অনুসারে)

ডুয়েল সিম সাপোর্টেড যুক্ত Motorola Edge 50 Fusion স্মার্টফোনটিতে 6.7-ইঞ্চির পাঞ্চ হোল স্টাইলের OLED ডিসপ্লে থাকবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং মাই ইউএক্স সহ লঞ্চ করা হবে। পারফরম্যান্সের জন্য, এতে বেবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টা-কোর প্রসেসর।

পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge 50 Fusion স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি বেবহার করা হতে পারে। যা 68W ফাস্ট চার্জিং ফিচার থাকবে। সিকুরিটির জন্য পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে। এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।

এই ফোনটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এছাড়া স্মার্টফোনটিতে সেলফি, ভিডিও কলিং করার জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। ফটোগ্রাফির জন্য, এই ফোনের পিছনের প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছে।

Exit mobile version