Site icon Technology News

দুর্দান্ত ফিচার সহ খুবই কম দামে বাজারে এল নতুন boAt Wave Spectra স্মার্টওয়াচ

boAt Wave Spectra Watch Features
boAt Wave Spectra Watch Features

ভারতীয় বাজারে boAt Wave Spectra স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে মাত্র 2,999 টাকা। এটি কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট থেকেও কেনার জন্য উপলব্ধ হবে। boAt Wave Spectra স্মার্টোয়াচ ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। নতুন এই ঘড়িতে আপনি পেয়ে যাবেন 2.04 ইঞ্চির AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার এবং মেটালিক বডি। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের হেল্‌থ ফিচার। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন BoAt Wave Spectra স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ

ভারতীয় বাজারে boAt Wave Spectra স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে মাত্র 2,999 টাকা। এটি কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট থেকে কেনার জন্য উপলব্ধ হবে। এই ডিভাইসটিকে আপনি সিলভার ফিউশন এবং স্টিল ব্ল্যাক কালারে কিনতে পারবেন।

boAt Wave Spectra স্মার্টওয়াচ ফিচার

লেটেস্ট boAt Wave Spectra স্মার্টওয়াচটি স্কয়ার ডায়াল সহ একটি শক্ত মেটাল বডি সহ বাজারে এসেছে। এটিতে আপনি পেয়ে যাবেন 2.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা 100 টিরও বেশি ওয়াচ ফেস সাপোর্ট করবে।

হেল্‌থ ফিচার হিসাবে, এতে রয়েছে হার্ট মনিটর ফিচার, SpO2 সেন্সর, স্ট্রেস এবং স্লিপ ট্র্যাকার এবং মাসিক চক্র ট্র্যাকার ফিচার। ফিটনেস প্রেমীদের জন্য এটিতে 100 টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হল সিডেন্টারি অ্যালার্ট, মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল, বিল্ট-ইন গেম।

ফোন কল করার জন্য ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। এই জন্য, এতে  ইনবিল্ট মাইক্রোফোন ও ডায়াল প্যাড দেওয়া হয়েছে। এই ডিভাইসটিতে ২০টি পর্যন্ত ফোন নাম্বার সেভ করে রাখতে পারবেন।

BoAt Wave Spectra ওয়াচে দেওয়া হয়েছে দুর্দান্ত ব্যাটারি। কোম্পানির মতে, এর ব্যাটারি একক চার্জে 7 দিন চলবে এবং ব্লুটুথ কলিং ফিচার ডিভাইসটি 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। জল থেকে সুরক্ষার জন্য এই গেজেটটি IP68 রেটিং সহ বাজারে এসেছে।

আরও পড়ুনঃ

Exit mobile version