50MP ক্যামেরা এবং 16GB RAM সহ Tecno Spark 20C ভারতে লঞ্চ হতে চলেছে, লঞ্চের তারিখ জেনে নিন।

Tecno Spark 20C Features

Tecno Spark 20C
Tecno Spark 20C

Tecno Spark 20C Features- Tecno কয়েকদিন আগে ভারতে একটি কম বাজেটের স্মার্টফোন হিসেবে Tecno Spark 20 লঞ্চ করেছে। এই ফোনটির প্রাথমিক দাম মাত্র 10,499 টাকায় বিক্রি হচ্ছে। এই ফোন লঞ্চের পর, এখন কোম্পানি তাদের ‘Spark’ সিরিজের অধীনে Tecno Spark 20C নামে আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি 27 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। Tecno Spark 20C লঞ্চের তারিখের সাথে সাথে এই ফোনটি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানা গেছে।

আরও পড়ুনঃ

Tecno আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে কোম্পানিটি 27 ফেব্রুয়ারি ভারতে Tecno Spark 20C ফোন লঞ্চ করবে। এই ফোনের ‘নোটিফাই মি’ পেজটি শপিং সাইট অ্যামাজনে লাইভ করা হয়েছে এবং এখান থেকে ফোনটির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন জানা যাবে। ২৭ ফেব্রুয়ারি লঞ্চ হওয়ার পর এই টেকনো মোবাইলটি এই ই-কমার্স সাইটের মাধ্যমে বিক্রি করা হবে।

Tecno Spark 20C (গ্লোবাল) এর ফিচার

টেকনো Spark 20C ফোনে 720 বাই 1612 পিক্সেল রেজোলিউশন সমর্থিত 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই পাঁচ-হোল স্টাইলের স্ক্রিনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90হার্টজ রিফ্রেশ সাপোর্ট করবে।

এই ফোনটি 4GB এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে বাজারে এসেছে। এর বেস মডেল 4GB ব্যবহার করতে পারে এবং বড় মডেল 8GB বর্ধিত RAM ব্যবহার করতে পারে। অর্থাৎ ফোনটিতে 16GB পর্যন্ত RAM এর পারফরম্যান্স পাওয়া যাবে। Tecno Spark 20C ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সাথে কাজ করবে এবং পারফরম্যান্সের জন্য এতে 2.2 GHz ক্লক স্পিড সহ MediaTek Helio G36 octa-core প্রসেসর দেওয়া হয়েছে।

সিকুরিটির জন্য এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনে ডুয়াল স্পিকার, এফএম এবং ওটিজির মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5,000mAh ব্যাটারি। ফোন দ্রুত চার্জ করার জন্য, এতে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Exit mobile version