GadgetsNoiseSmartwatchtechTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology NewsWatch

NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

টেক কোম্পানি Noise গত মাসে NoiseFit Fuse স্মার্টওয়াচ বাজারে নিয়ে এসেছিল। এবার ভারতীয় গ্রাহকদের জন্য নিয়ে এসেছে NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ।

এই মডেলে আপনি পেয়ে যাবেন একাধিক হেলথ ফিচার, উচ্চ রেজোলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, এবং স্পোর্টস মোড সাপোর্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন NoiseFit Fuse Plus স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

NoiseFit Fuse Plus

আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার

NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ ফিচার

Noise Fit Fuse Plus স্মার্টওয়াচটিতে রয়েছে গোলাকৃতির মেটালিক ফ্রেমের 1.43 ইঞ্চির ডায়াল। যার স্ক্রীন রেজোলিউশন 466 পিক্সেল বাই 466 পিক্সেল এবং সর্বোচ্চ 550 নিট উজ্জ্বলতা প্রদান করবে। ঘড়িটির ডান ধারে রয়েছে একটি ক্রাউন। ব্যবহারকারী তাদের পছন্দমত এই ঘড়িটিতে সিলিকন স্ট্র্যাপ কাস্টমাইজ করে নিতে পারবেন।

এতে একশটিরও বেশি ওয়াচফেস সাপোর্ট রয়েছে। এই ঘড়ি থেকে সরাসরি ফোন কল করা যাবে। কারণ এতে রয়েছে সংস্থার ট্রুসিঙ্ক টেকনোলজির মাধ্যমে ব্লুটুথ কলিং ফিচার। ঘড়িটিতে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি রয়েছে। হেলথ ফিচার হিসেবে এতে রয়েছে হার্টরেট মনিটর ফিচার, SpO2 সেন্সর, স্ট্রেস ম্যানেজার, স্লিপ ট্র্যাকার, এবং ফিমেল সাইকেল ট্র্যাকার ফিচার।

এই স্মার্টওয়াচটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল, কুইক রিপ্লাই, স্মার্ট ডিএনডি, রিমাইন্ডার, নোটিফিকেশন ডিসপ্লে, ক্যালকুলেটর, ওয়েদার ও স্টক আপডেট ইত্যাদি।

NoiseFit Fuse Plus স্মার্টওয়াচের দাম ভারতীয় বাজারে 2199 টাকা রাখা হয়েছে। এই ডিভাইসটিকে কোবাল্ট ব্লু, সিলভার গ্রে, ভিন্টেজ ব্রাউন, ডিপ ওয়াইন, এবং জেড ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button