OnePlus 12 নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের শুরুতে বাজারে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে গত সপ্তাহে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির চীনা সংস্করণ (PJD110 মডেল নম্বর) আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক ওয়েবসাইটে লিস্ট হয়েছে। এবার Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত একটি ভিন্ন ওয়ানপ্লাস মডেল গিকবেঞ্চ এর সাইটে দেখা গেছে। এটি OnePlus 12-এর গ্লোবাল মডেল বলে সবার ধারনা। চলুন জেনে নেওয়া যাক বেঞ্চমার্ক লিস্টিং থেকে প্রাপ্ত তথ্য সম্পর্কে বিস্তারিত।
আরও পড়ুনঃ
-
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
-
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে
OnePlus 12 স্মার্টফোন ফিচার
CPH2581 মডেল নম্বর সহ ফোনটির গ্লোবাল সংস্করণটি গিকবেঞ্চ সাইটে তালিকাভুক্ত হয়েছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপের কথা উল্লেখ করা হয়নি। তবে, তালিকায় উপলব্ধ সিপিইউ এবং জিপিইউ সম্পর্কিত বিবরণগুলি নিশ্চিত করার জন্য যথেষ্ট যে, ফোনটি কোয়ালকম-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপ থাকবে।
এদিকে লিস্টিংটি থেকে জানা গেছে যে ডিভাইসটিতে ১৬জিবি র্যাম থাকবে। ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে চলবে। ওয়ানপ্লাস গ্লোবাল অক্সিজেনওএস ১৪ (OxygenOS 14) কাস্টম স্কিন সহ লঞ্চ হতে পারে, যেখানে এর চীনা সংস্করণে কালারওএস ১৪ (ColorOS 14) সফ্টওয়্যার থাকবে বলে ধারনা। এটি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর টেস্টে ২,১৬৯ পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় ৬,৫০১ পয়েন্টের স্কোর লাভ করেছে।
১২জিবি র্যাম সহ OnePlus 12-এর চীনা ভ্যারিয়েন্টটি ২১,১০,৮০৮-এর রেকর্ড-ব্রেকিং আনটুটু স্কোর অর্জন করেছে। তাই, মনে করা হচ্ছে যে, এই ডিভাইসটিতে ১২জিবি/১৬জিবি র্যাম ভেরিয়েন্ট থাকতে পারে। এটি সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ সহ বাজারে আসতে চলেছে। এই ফোনটি ক্লাসিক ব্ল্যাক, প্রিস্টিন হোয়াইট এবং ভাইব্রেন্ট গ্রিনের মতো কালার শেডে বাজারে আসবে।
OnePlus 12-এ ৬.৮২ ইঞ্চির ওলেড এক্স১ ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২কে রেজোলিউশন, এবং ২,৬০০ নিট-এর পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য,ফোনে ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৫,৪০০এমএএইচ-এর ব্যাটারি থাকতে পারে।
এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX966 সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকার সম্ভবনা রয়েছে।
আরও পড়ুনঃ