Site icon Technology News

Oppo A3 Pro ফোন 64MP ক্যামেরা, 8GB RAM, 5000mAh ব্যাটারি সহ লঞ্চ

খুব শীঘ্রই চীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Oppo কোম্পানি। এটি Oppo কোম্পানির A সিরিজে অধীনে লঞ্চ করা কবে। এই নতুন মডেলের নাম হবে Oppo A3 Pro ।

Oppo A3 Pro Smartphone coming soon

এই ফোনটিকে আগামী 12ই এপ্রিল লঞ্চ করা হবে, যা Azure, Yun Jin Powder (Rose) এবং Mountain Blue রঙে পাওয়া যাবে। জানা গেছে যে এই Oppo A3 Pro ফোনটিতে থাকবে 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সহ ফুল এইচডি প্লাস স্ক্রীন রেজোলিউশন সাপোর্ট করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক নতুন Oppo-র এই ফোনে কি কি থাকছে।

আরও পড়ুনঃ

Oppo A3 Pro সম্ভাব্ব্য ফিচার

লাইভ ফটো ইমেজ অনুযায়ী, এই Oppo A3 Pro ফোনের মধ্যে থাকবে 6.7 ইঞ্চির ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সহ ফুল এইচডি প্লাস স্ক্রীন রেজোলিউশন সাপোর্ট করবে। পারফরমান্সের জন্য এই ফোনে ডাইমেনসিটি 7050 চিপসেট দেওয়া হতে পারে।

সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনের সামনে থাকবে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। কিন্তু পিছনের ক্যামেরা মডিউলটিতে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আপনি পেয়ে যাবেন 67W ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000mAh ব্যাটারি।

Oppo A3 Pro ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট সহ বাজারে আসতে পারে। যা 12GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 512GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ। আবার এই ফোনটিতে 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করবে।

এই ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ফোনটির দাম জানার ফোনটির লঞ্চ ডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোনটিকে আপাতত চীনের বাজারে লঞ্চ করা হবে। তবে ফোনটিকে কবে ভারতের বাজারে লঞ্চ করা হবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ

Exit mobile version