latest techlatest tech newslatest technology newsMobile PhoneOppoOppo SmartphoneSmartphoneTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Oppo ইন্দোনেশিয়ার বাজারে তাদের নতুন স্মার্টফোন Oppo A78 4G লঞ্চ করেছে। আপনাদের জানিয়ে রাখি যে, এই ফোনটি খুব শীঘ্রই ভারত সহ অন্যান্য দেশীয় বাজারেও আসতে চলেছে।

Oppo A78 4G

আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Oppo A78 4G আপনি পেয়ে যাবেন AMOLED ডিসপ্লে, 5000mAh-এর ব্যাটারি, এবং Android 13 অপারেটিং সিস্টেম। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটি ফিচার, দাম, ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

Oppo A78 4G স্মার্টফোন ফিচার

এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 6.43-ইঞ্চির ফুল এইচডি প্লাস হোল-পাঞ্চ AMOLED ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল এবং 90 হার্টজ রিফ্রেশ রেট।

সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 02 মেগাপিক্সেলের বোকেহ লেন্স।

পারফরমান্সের জন্য Oppo A78 4G স্মার্টফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। যার সাথে 8GB RAM এবং 256GB স্টোরেজ পেয়ার করা হয়েছে। যদিও ফোনটি অতিরিক্তভাবে আরো 8GB ভার্চুয়াল র‍্যাম অফার করে। ফোনটির ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

অপারেটিং সিস্টেম হিসাবে আপনি এই ফোনে পেয়ে যাবেন Android 13 ভিত্তিক সংস্থার নিজস্ব কাস্টম স্কিন ColorOS 13.1 প্রি-লোডেড। সিকুরিটির জন্য এই লেটেস্ট স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ফোনটিতে ডুয়াল স্পিকার সিস্টেম, আল্ট্রা-ভলিউম মোড এবং NFC সংযোগ দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য ওপ্পো A78 4G স্মার্টফোনে 67W সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি মাত্র 30 মিনিটের মধ্যে ফোনকে 76% পর্যন্ত চার্জ করার ক্ষমতা রাখে।

Oppo A78 4G স্মার্টফোনকে ইন্দোনেশিয়ার বাজারে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ভারতীয় মূল্যে প্রায় 19500 টাকার মত। ফোনটিকে আপনি সি গ্রিন এবং ব্ল্যাক মিস্ট কালারে ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার

Related Articles

Back to top button