Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneOppoOppo SmartphoneSmartphoneTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Oppo K11 স্মার্টফোন দুর্দান্ত নিয়ে বাজারে আসতে চলেছে

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Oppo তাদের K11-সিরিজের অধীনে Oppo K11x ফোনটিকে লঞ্চ করেছে। বর্তমানে, কোম্পানি Oppo K11 মডেলটির ওপর কাজ করে চলেছে বলে জানা গেছে।

Oppo K11 smartphone

তবে আপনাদের জানিয়ে রাখি যে এই ফোনের বিষয়ে কোম্পানি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে এক জন টিপস্টার আসন্ন এই ওপ্পো ফোনটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে করেছে। সাথে ফোনটি ডিজাইন সম্পর্কেও ধারণা পাওয়া গিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আসন্ন Oppo K-সিরিজের ফোনটিতে কি কি থাকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার

Oppo K11 ফোনের সম্ভাব্য ফিচার

Oppo K11 ফোনে 6.7 ইঞ্চির ওলেড (OLED) পাঞ্চ-হোল কাটআউট সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যার ডিসপ্লে ফুল-এইচডি+ স্ক্রীন রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

পারফরমান্সের জন্য অপ্পো কে১১ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 782G চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি ক্যামেরা হিসাবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স890 সেন্সর উপস্থিত দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

তবে ফোনটির র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন এবং সেলফি ক্যামেরা সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে টিপস্টার ইঙ্গিত মতে, এই ফোনটি সম্ভবত গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলা একটি ওয়ানপ্লাস ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী অনুমান করা হচ্ছে যে Oppo K11 ফোনটি OnePlus Nord CE 3-এর একটি ভ্যারিয়েন্ট বা উপগ্রেড ভার্সন হতে পারে, যা ভারত ও বিশ্বের অন্যান্য বাজারে আগামী 5ই জুলাই আত্মপ্রকাশ করতে চলেছে।

আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button