Oppo Reno 8 5G ফোন খুবই সস্তায় কেনার সুযোগ, জেনে নিন কোথায় পাওয়া যাবে

Oppo Reno 8 5G ফোন খুবই সস্তায় কেনার সুযোগ, জেনে নিন কোথায় পাওয়া যাবে

Oppo Reno 8 5G ফোনে রয়েছে MediaTek Dimensity 1300 প্রসেসর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া এতে আপনি পেয়ে যাবেন 4500mAh-এর ব্যাটারি, যা 80W ফাস্ট চারজিং সাপোর্ট করবে।Oppo Reno 8 5G Smartphone

 

 
আপনি যদি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন তাও আবার 30 হাজার টাকার মধ্যে, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। Oppo Reno 8 5G ফোনটিকে খুবই সস্তায় কেনার সুযোগ।
 
আরও পড়ুনঃ FitShot Saturn স্মার্টওয়াচ বাজারে এলো ব্লুটুথ কলিং ফিচার সহযোগে, দেখুন দাম
 
ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং আকর্ষণীয় ব্যাংক ও এক্সচেঞ্জ অফারকে একজোট করলে 38999 টাকা দামের Oppo Reno 8 5G ফোনটিকে আপনি একেবারে নামমাত্র দামে ক্রয় করে বাড়ি আনতে পারবেন। এই অফার আপনি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফোনে কি অফার পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।
 

আরও পড়ুনঃ

Oppo Reno 8 5G ফোনের 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজযুক্ত ভেরিয়েন্টের আসল দাম 38999 টাকা। তবে বর্তমানে 23% ছাড়ের সাথে ফোনটিকে অ্যামাজন থেকে 27990 টাকায় ক্রয় করা যাবে।
এদিকে ব্যাংক অফ বরোদার ক্রেডিট কার্ড মারফত ইএমআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 1500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করে ফোনটিকে কিনলে 25 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। আবার ফোনটিকে আপনি নো-কোস্ট ইএমআই এর মাধ্যমে ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ

Oppo Reno 8 5G ফোন ফিচার

  • Oppo Reno 8 5G স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল, 90 হার্টজ রিফ্রেশ রেট, এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও।
  • পারফরম্যান্স জন্য এই ফোনে বেবহার করা হয়েছে MediaTek Dimensity 1300 অক্টা-কোর প্রসেসর।
  • সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
  • এই ফোনটিতে রয়েছে 8GB LPDDR4x RAM এবং 128GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ। ফোনটি Android 12 ভিত্তিক ColorOS 12.1 কাস্টম স্কিন দ্বারা চলবে।
  • ক্যামেরার জন্য ওপ্পো রেনো ৮ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
  • এদিকে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4500mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটির পরিমাপ 160X73.4X7.67 mm এবং ওজন 179 গ্রাম।
  • কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 5G, 4G নেটওয়ার্ক, Wi-Fi 6, 5, GPS, Bluetooth 5.3 ভার্সন এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

 

Exit mobile version