Pebble কোম্পানি ভারতের বাজারে স্মার্টওয়াচের একটি সিরিজ লঞ্চ করছে। এবার কোম্পানি Pebble Cosmos Vogue নামে একটি নতুন স্মার্টওয়াচ বাজারে নিয়ে এসেছে। এই নতুন ঘড়িটিতে আপনি পেয়ে যাবেন একাধিক হেল্থ ফিচার এবং স্পোর্টস মোড সাপোর্ট। কোম্পানির মতে, এই ঘড়িটি একক চার্জে 7 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এই ঘড়িটির দাম রাখা হয়েছে 2499 টাকা। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক নতুন Pebble Cosmos Vogue স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে পুরো তথ্য।
Pebble Cosmos Vogue স্মার্টওয়াচ
নতুন এই স্মার্টওয়াচে আপনি পেয়ে যাবেন একটি 1.96-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা AI ভয়েস সহকারীকে সাপোর্ট করবে। হেল্থ ফিচার হিসাবে এতে রয়েছে হার্ট রেট মনিটর ফিচার, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, পেডোমিটার এবং ক্যালোরি কাউন্টার ফিচার।
আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার
পাওয়ার ব্যাকআপের জন্য, এই ঘড়িটিতে বেবহার করা হয়েছে একটি 240mAh ব্যাটারি, যা একক চার্জে 7 দিন পর্যন্ত একটানা পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। এটি IP67 রেটিং প্রাপ্ত, যা জল জল থেকে সুরক্ষিত থাকবে।
এই ঘড়িটিতে সোশ্যাল মিডিয়া এবং এসএমএস নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে রেস হ্যান্ড অ্যান্ড ওয়েক, অ্যালার্ম ক্লক, সেডেন্টারি রিমাইন্ডার, ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার ডিসপ্লে, ফাইন্ড মাই ফোন ফিচার, মিউজিক প্লেয়িং কন্ট্রোল ইত্যাদি।
ভারতের বাজারে Pebble Cosmos Vogue স্মার্টওয়াচের দাম পড়বে 2,499 টাকা। এই ডিভাইসটিকে ই-কমার্স সাইট Flipkart ও Pebble এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। এটি ওবিসিডিয়ান ব্ল্যাক, ক্লাসিক গোল্ড, জেড ব্ল্যাক এবং মিডনাইট ব্লু ইত্যাদি কালারে উপলব্ধ রয়েছে।
আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার