ফোন অফার- Moto G54 5G ফোনটিকে ৬০০০ টাকা ছাড়ে কিনে নিন ফ্লিপকার্ট থেকে
Moto G54 5G ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে ৬ হাজার টাকা ছাড়, আজই কিনে ফেলুন
স্মার্টফোন অফার– আপনি যদি নতুন ৫জি ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনি Motorola G54 5G ফোনটিকে ক্রয় করতে পারেন। এই ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। এই ফোনটিকে মাত্র কয়েকদিন আগে বাজারে লঞ্চ করা হয়েছে। Moto G54 5G ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬০০০এমএএইচ-এর পাওয়ারফুল ব্যাটারি, ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, এবং Dimensity 7020 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির উপরে কি কি অফার রয়েছে, এবং এর ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
Motorola G54 5G ফোনটিকে Mint Green, Midnight Blue এবং Pearl Blue কালারে আপনি কিনতে পারবেন। ফোনটির এমআরপি ২১,৯৯৯ টাকা। কিন্তু আপনি ফ্লিপকার্ট থেকে ফোনটিকে মাত্র ১৫,৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। অর্থাৎ ফোনটির উপরে আপনি পেয়ে যাচ্ছেন ৬ হাজার টাকার ছাড়। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার যার ফলে ফোনটির দাম আরও কিছুটা কমে যাবে। এদিকে ফোনটিকে আপনি নো-কোস্ট ইএমআই বা এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন। এই অফার শুধুমাত্র ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ
Moto G84 5G ফোনটির দাম আবার একবার কমানো হয়েছে, দেখুন কোথায় পাবেন
12 ইঞ্চি 2.4K ডিসপ্লে, 12GB RAM, 8800mAh ব্যাটারি সহ Blackview Tab 18 ট্যাবলেট লঞ্চ হয়েছে
Moto G54 5G ফোন ফিচার
- ডিসপ্লেঃ Moto G54 ফোনটিতে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ আসপেক্ট রেশিও সাপোর্ট করবে। এর স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল।
- স্টোরেজ ও র্যামঃ এই ফোনে 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য ফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
- অপারেটিং সিস্টেমঃ পারফরমান্সের জন্য Moto G54 5G ফোনে Android 13 অপারেটিং সিস্টেম বেবহার করা হয়েছে। যা পরে আবার আপডেটও পাবে।
- প্রসেসরঃ ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এইএমজি ভিএক্সএম-8-256 জিপিইউ রয়েছে।।
- ক্যামেরাঃ এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক ওআইএস ফিচারযুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং সাথে ৮ মেগাপিক্সেলের ম্যাক্রো+ ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এতে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারিঃ পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 6000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট, 5G, 4G নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi, 3.5mm অডিও জ্যাক ইত্যাদি ফিচার রয়েছে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে IP54 রেটিং দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে