5G5G SmartphoneBangla Tech Newslatest tech newsMobile PhoneOfferOffer ZonePhone OfferRedmiSmartphone OfferTech News Banglatech news todaytrending tech news

ফোন অফার- ৩৩ হাজারের Redmi Note 12 Pro 5G কিনুন মাত্র ২৬ হাজার টাকায়, দেখে নিন এই অফার

আপনি Flipkart থেকে Redmi Note 12 Pro 5G ফোনটিকে অর্ডার করতে পারেন দুর্দান্ত অফারে।

Redmi Note 12 Pro 5G

আপনি Flipkart থেকে Redmi Note 12 Pro 5G ফোনের ২৫৬জিবি স্টোরেজ ও ১২জিবি ভেরিয়েন্টকে অর্ডার করতে পারেন। এই ফোনে আপনি দুর্দান্ত ছাড় পাচ্ছেন। এই ফোনের আসল দাম ৩৩ হাজার টাকা। এই মুহূর্তে আপনি Flipkart-এই ফোনটিকে অফার পাচ্ছেন। এই ফোনের আসল দাম ৩৩ হাজার টাকা। তবে আপনি ২১% ডিসকাউন্ট পাচ্ছেন। ডিসকাউন্টের পরে, এটি ২৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এর সঙ্গে আপনি আলাদাভাবে অনেক ব্যাঙ্ক অফারও পাচ্ছেন। Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে আপনি 5% ক্যাশব্যাক পেতে পারেন।

ব্যাঙ্ক ক্রেডিট কার্ড নন ইএমআই-এ কিনলে ৩০০০ টাকার ছাড় পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের অধীনে আলাদা ডিসকাউন্ট পাবেন। ফ্লিপকার্টে পুরনো স্মার্টফোন ফেরত দিলে আপনি পেতে পারেন ২০,২৫০ টাকা ছাড়। তবে এর জন্য পুরনো স্মার্টফোনের অবস্থা ঠিক থাকতে হবে। আর তাছাড়াও এটি পুরনো ফোনের মডেলের উপরও নির্ভর করছে। ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এই সমস্ত অফার আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন। ফোনটি তিনটি কালার অপশনে উপলব্ধ রয়েছে।

আরও পড়ুনঃ

Redmi Note 12 Pro 5G ফোন ফিচার

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ডিসপ্লে পেয়ে যাবেন।
  • পারফরমান্সের জন্য এতে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 1080 প্রসেসর। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে। এতে ১২জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ পেয়ে যাবেন।
  • এই ৫জি ফোনে ওভার-হিটিংয়ের সমস্যা রোধ করার জন্য ১২-লেভেল গ্রাফাইট শীট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি সরবরাহের জন্য ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাবেন।
  • পাওয়ার ব্যাকআপের এই ফোনে ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি মাত্র ৪৬মিনিটের মধ্যে ১০০% চার্জ হয়ে যাবে।
  • ফোনের ক্যামেরা সেটআপের কথা বললে, এতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও ফোনটিতে পাবেন। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য ফোনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button