5G5G SmartphoneBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZoneTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech newsVivoVivo Smartphone

Vivo V25 Pro 5G ফোনটিকে ১০ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে

Phone Offer- Vivo V25 Pro 5G ফোনটিকে আপনি ১০ হাজার টাকা ছাড়ে কিনতে পারবেন। এর মধ্যে রয়েছে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৪৮৩০এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন।

আপনি যদি ভারি ডিস্কাউন্ট দিয়ে দিয়ে কিনতে চান, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। Vivo V25 Pro 5G ফোনটির উপরে পাওয়া যাচ্ছে ১০ হাজার টাকা ছাড়। আপনি ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। ফোনটির মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৪৮৩০এমএএইচ এর ব্যাটারি, এবং ৬.৫৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম কত এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন

Vivo V25 Pro 5G ফোনটির আসল দাম ৩৯৯৯৯ টাকা। কিন্ত আপনি এই মুহূর্তে ফোনটিকে ১০ হাজার ছাড় দিতে মাত্র ২৯৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার। সাথে ক্যাশব্যাক অফার। ফোনটিকে আপনি ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। ফোনটি Sailing Blue কালারে উপলব্ধ রয়েছে। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনতে পারবেন।

Vivo V25 Pro 5G ফোন ফিচার

  • ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ২৩৭৬ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল এবং এর ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
  • পারফরমান্সের জন্য এতে আপনি পেয়ে যাবেন MediaTek Dimesity 1300 প্রসেসর এবং ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে।
  • ফোনটির মধ্যে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ রয়েছে। সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এতে 5G, 4G, 3G, 2G নেটওয়ার্ক সাপোর্ট করবে।
  • এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে। ফোনটির ওজন ১৯০ গ্রাম।
  • ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের এবং একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা।
  • সেলফির জন্য এতে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪৮৩০এমএএইচ এর পাওয়ারফুল ব্যাটারি। যা ৬৬ ওয়াট ফাস্ট চারজিং সাপোর্ট করবে।
  • এছাড়া এতে আপনি পেয়ে যাবেন Accelerometer, Ambient Light Sensor, Proximity Sensor, E-Compass, Gyroscope ইত্যাদি সেন্সর।

আরও পড়ুনঃ আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবেন জেনেনিন

Related Articles

Back to top button