খুবই কম দামে বাজারে আসতে চলেছে Poco C50 স্মার্টফোন, দেখুন সম্ভাব্য ফিচার

Poco C50

Poco কোম্পানি তাদের নতুন স্মার্টফোন Poco C50 লঞ্চ করার পরিকল্পনা করছে। মিডিয়া রিপোর্টের মাধ্যমে এই নতুন ফোনটির অনেক ফিচার প্রকাশিত হয়েছে।
 
poco c50 smartphone

 

স্মার্টফোন নির্মাতা কোম্পানি POCO তাদের C সিরিজ অধীনে Poco C50 একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে। কোম্পানি ফোনটিকে খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে।

 
Poco কোম্পানি এর আগে একই সিরিজ অধীনে Poco C40 লঞ্চ করেছিল। এই নতুন ফোনটির কোড-নাম স্নো রাখা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য দাম ও ফিচার।
 
মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই POCO C50 ফোনটির দাম 10,000 টাকা বা তার কম হতে পারে। তবে ফোনটিকে কবে লঞ্চ করা হবে সেই সম্পর্কে কোন তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
 

আরও পড়ুনঃ

Poco C50 ফোনের সম্ভাব্য ফিচার

এই ফোনটিতে 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ফোনটিতে MediaTek Helio A22 প্রসেসর বেবহার করা হতে পারে।
 
এই ফোনটি Android 12 Go সংস্করণের সাথে বাজারে আসতে চলেছে। এই স্মার্টফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। যার প্রাইমারি ক্যামেরা 8 মেগাপিক্সেলের হবে এবং একটি সেকেন্ডারি ডেপথ ক্যামেরা থাকতে পারে। আবার ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
 
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটি 5000mAh ব্যাটারি দেওয়া হবে। যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটি 5G এর পরিবর্তে 4G নেটওয়ার্কের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই ফোনে থাকবে ডুয়াল সিম সাপোর্ট, 3.5mm অডিও জ্যাক, Bluetooth, Wi-Fi ইত্যাদি।
 

আরও পড়ুনঃ

Exit mobile version