POCO C65 Phone Offer- POCO C65 ফোনটিকে খুবই কম দামে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট থেকে

POCO C65 ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার

POCO C65 phone offer
POCO C65 phone offer

POCO C65 phone offer– POCO C65 ফোনটিকে আপনি মাত্র 7,499 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এই দাম ফোনটির 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের। আবার এর 6GB RAM ও 128GB মডেলের জন্য আপনাকে দিতে হবে 8,299 টাকা। ফোনটির আরও একটি মডেল রয়েছে যার দাম মাত্র 8,999 তাক। এই মডেলে রয়েছে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ।

আপনি যদি নতুন কম দামে ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনি POCO C65 ফোনটিকে ক্রয় করতে পারেন। ফোনটির মধ্যে রয়েছে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, 50 মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং 5000mAh-এর ব্যাটারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটিকে কোথায় পাওয়া যাবে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

POCO C65 ফোনটির উপরে ই-কমার্স সাইটি ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। ফোনটির 4GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টের আসল দাম 10,999 টাকা। কিন্তু আপনি এর উপরে পেয়ে যাবেন 31% ডিস্কাউন্ট অফার। এদিকে ফোনটির 6GB/128GB ও 8GB/256GB স্টোরেজ ভেরয়েন্টের উপরে যথাক্রমে 30% এবং 33% ডিস্কাউন্ট পেয়ে যাবেন। ফোনটিকে ই-কমার্স ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন। ফোনটি Pastel Blue, Pastel Green এবং Matte Black কালারে উপলব্ধ রয়েছে।

আরও পড়ুনঃ

POCO C65 ফোন ফিচার

ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 1650 বাই 720 পিক্সেল স্ক্রীন রেজুলসন যুক্ত 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। যা করনিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন দেওয়া রয়েছে। পারফরমান্সের জন্য এতে পেয়ে যাবেন MediaTek Helio G85 অক্টাকোর প্রসেসর। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল + AI Lens + 2 মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিং এরে জন্য এতে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির জন্য এতে 4G, 3G, Wi-Fi, EDGE, GPRS সাপোর্ট করবে। এছাড়া এতে পেয়ে যাবে Wi-Fi, Bluetooth, USB type c Port, এবং 3.5mm অডিও জ্যাক।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 5000mAh-এর ব্যাটারি। ফোনটির মধ্যে আপনি ডুয়েল সিম বেবহার করতে পারবেন। ফোনটির ওজন 192 গ্রাম। এতে Accelerometer, Side Fingerprint Sensor, Ambient Light Sensor, Proximity Sensor ইত্যাদি সেন্সর পেয়ে যাবেন।

Exit mobile version