POCO C65 phone offer– POCO C65 ফোনটিকে আপনি মাত্র 7,499 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এই দাম ফোনটির 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের। আবার এর 6GB RAM ও 128GB মডেলের জন্য আপনাকে দিতে হবে 8,299 টাকা। ফোনটির আরও একটি মডেল রয়েছে যার দাম মাত্র 8,999 তাক। এই মডেলে রয়েছে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ।
আপনি যদি নতুন কম দামে ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনি POCO C65 ফোনটিকে ক্রয় করতে পারেন। ফোনটির মধ্যে রয়েছে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, 50 মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং 5000mAh-এর ব্যাটারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটিকে কোথায় পাওয়া যাবে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।
POCO C65 ফোনটির উপরে ই-কমার্স সাইটি ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। ফোনটির 4GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টের আসল দাম 10,999 টাকা। কিন্তু আপনি এর উপরে পেয়ে যাবেন 31% ডিস্কাউন্ট অফার। এদিকে ফোনটির 6GB/128GB ও 8GB/256GB স্টোরেজ ভেরয়েন্টের উপরে যথাক্রমে 30% এবং 33% ডিস্কাউন্ট পেয়ে যাবেন। ফোনটিকে ই-কমার্স ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন। ফোনটি Pastel Blue, Pastel Green এবং Matte Black কালারে উপলব্ধ রয়েছে।
আরও পড়ুনঃ
-
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
-
itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।
-
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
-
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে
POCO C65 ফোন ফিচার
ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 1650 বাই 720 পিক্সেল স্ক্রীন রেজুলসন যুক্ত 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। যা করনিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন দেওয়া রয়েছে। পারফরমান্সের জন্য এতে পেয়ে যাবেন MediaTek Helio G85 অক্টাকোর প্রসেসর। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল + AI Lens + 2 মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিং এরে জন্য এতে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির জন্য এতে 4G, 3G, Wi-Fi, EDGE, GPRS সাপোর্ট করবে। এছাড়া এতে পেয়ে যাবে Wi-Fi, Bluetooth, USB type c Port, এবং 3.5mm অডিও জ্যাক।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 5000mAh-এর ব্যাটারি। ফোনটির মধ্যে আপনি ডুয়েল সিম বেবহার করতে পারবেন। ফোনটির ওজন 192 গ্রাম। এতে Accelerometer, Side Fingerprint Sensor, Ambient Light Sensor, Proximity Sensor ইত্যাদি সেন্সর পেয়ে যাবেন।