Poco X6 Pro 5G ফোনটি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে পারে, BIS-এ তালিকাভুক্ত

দুর্দান্ত ফিচার সহ বাজারে আসতে চলেছে Poco X6 Pro 5G ফোন

POCO X6 Pro 5G

Poco কোম্পানি তাদের X সিরিজের অধীনে নতুন 5G স্মার্টফোন আনতে চলেছে। ফোনটি POCO X6 Pro 5G নামে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হওয়ায় ভারতে ফোনটি শীঘ্রই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। POCO X6 সিরিজে দুটি মডেল বা ভেরিয়েন্ট থাকতে পারে। এই ফোনটিকে BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর থাকতে পারে।

ফোনটিকে BIS সার্টিফিকেশন সাইটে মডেল নম্বর 23122PCD1I সহ দেখা গেছে। এই তালিকায় POCO X6 Pro ফোনের নাম নেই, কিন্তু মডেল নম্বর রয়েছে। আপনাদের জানিয়েদি যে পোকো এক্স৬ প্রো ৫জি ফোনটি ইতিমধ্যেই একই মডেল নম্বর সহ IMEI ডাটাবেসে দেখা গেছে। BIS সার্টিফিকেশন সাইট দেখার পর মনে করা হচ্ছে এই ফোনটি ভারতে বাজারে খুব শীঘ্রই লঞ্চ হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এর মধ্যে কি কি ফিচার থাকতে পারে।

আরও পড়ুনঃ

POCO X6 Pro 5G ফোনের সম্ভাব্য ফিচার

এই 5G ফোনে ৬.৬৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। স্ক্রিনটি 1.5K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত থাকতে পারে। এতে শক্তিশালী Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া হতে পারে। গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 GPU থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, পোকো এক্স৬ প্রো ৫জি ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫১০০এমএএইচ-এর ব্যাটারি থাকতে পারে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ ৫.২ ভার্সন, ওয়াইফাই ৫ ভার্সন, ডুয়াল সিম সাপোর্ট থাকবে।

এই ফোনটিতে ১৬জিবি LPDDR4X র‍্যাম ও ৫১২জিবি UFS 2.2 স্টোরেজ থাকতে পারে। এতে LED ফ্ল্যাশ লাইট সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি HP3 সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে বলেও গুজব রয়েছে।

আরও পড়ুনঃ

Exit mobile version