Site icon Technology News

OnePlus 11R ফোনের দাম 3,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে, দেখুন নতুন দাম

price of OnePlus 11R has been reduced by 3000 rupees
price of OnePlus 11R has been reduced by 3000 rupees

আপনাদের জানিয়ে রাখি যে, স্মার্টফোন নির্মাতা কোম্পানি OnePlus সম্প্রতি ভারতের বাজারে তাদের ১২ সিরিজের অধীনে OnePlus 12 এবং OnePlus 12R নামে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে OnePlus 12 ফোনের দাম 64,999 টাকা থেকে শুরু এবং OnePlus 12R-এর দাম শুরু 39,999 টাকা থেকে।

তবে এবার কোম্পানি তাদের গত বছরে লঞ্চ করা ফ্ল্যাগশিপ কিলার ফোন OnePlus 11R-এর দাম কমিয়ে দিয়েছে। শপিং সাইট ছাড়াও কোম্পানির অফিসিয়াল সাইটের মাধ্যমেও কম দামে বিক্রি হচ্ছে এই ফোনটি। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চির ডিসপ্লে, 5000mAh-এর ব্যাটারি, এবং 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ

OnePlus তাদের 11R স্মার্টফোনটি গত বছরের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করেছিল। কোম্পানি এই স্মার্টফোনের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছিল, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 16GB RAM + 256GB স্টোরেজ। এই দুটি মডেলের দাম যথাক্রমে 39,999 টাকা এবং 44,999 টাকা রাখা হয়েছিল।

স্মার্টফোনের 8GB ভেরিয়েন্টের দাম 2,000 টাকা কমানো হয়েছে এবং এখন এই ফোনটিকে 37,999 টাকায় কেনা যাবে। এদিকে 16GB ভেরিয়েন্টের দাম 3,000 টাকা কমানো হয়েছে এবং একে আপনি মাত্র 41,999 টাকায় ক্রয় করতে পারেন। OnePlus 11R ফোনটি গ্যালাকটিক সিলভার এবং সোনিক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হচ্ছে। এই ফোন কেনার সময়, আপনি যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনি 1,000 টাকার তাত্ক্ষণিক ছাড় পেয়ে যাবেন।

OnePlus 11R ফোন ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version