Site icon Technology News

মাত্র 999 টাকায় বাজারে এল pTron এর জোড়া স্মার্টওয়াচ, যার মধ্যে রয়েছে দুর্দান্ত ও অত্যাধুনিক ফিচার

pTron Reflect MaxPro

pTron এক সাথে ভারতের বাজারে pTron Reflect MaxPro এবং Reflect Flash নামে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এটি মেড ইন ইন্ডিয়া স্মার্টওয়াচ। দুটি স্মার্টওয়াচে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। সবচেয়ে অবাক ব্যাপার হল এতে এত ফিচার থাকা সত্ত্বেও এদের দাম ১৫০০ টাকারও কম। রিফ্লেক্ট ফ্ল্যাশ ওয়াচে রয়েছে একটি গোলাকার এবং ফুল-টাচ ডিসপ্লে। এদিকে রিফ্লেক্ট ম্যাক্সপ্রো-তে মেটাল ফ্রেম ডিজাইন, ক্রাউন এবং অনেক ফিচার যুক্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দুই স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

pTron Reflect MaxPro এবং Reflect Flash এর বিক্রি ইতিমধ্যেই ভারতের বাজারে শুরু হয়ে গিয়েছে। রিফ্লেক্ট ম্যাক্সপ্রো ওয়াচের দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা। আপনি এই ডিভাইসটিকে কালো, সোনালী, নীল, রূপালী, গোলাপী এবং সবুজ রঙে কিনতে পারবেন। এদিকে Reflect Flash স্মার্টওয়াচের দাম ১৩৯৯ টাকা রাখা হয়েছে। আপনি ওয়াচটিকে কালো, নীল, সোনালী এবং রূপালী রঙে পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ

pTron Reflect MaxPro ও Reflect Flash-এর ফিচার ও স্পেসিফিকেশন:

আরও পড়ুনঃ

Exit mobile version