আপনার রেশন কার্ডে আপনার নাম বা জন্ম তারিখ ভুল আছে, জেনেনিন কিভাবে বাড়িতে বসেই অনলাইনে ঠিক করবেন
Ration Card Correction- আপনার রেশন কার্ডে কোন তথ্য ভুল থাকলে বাড়িতে বসেই ঠিক করার উপায় জেনেনিন।
Ration Card Correction- রেশন কার্ডের মাধ্যমে নিয়মিত যেমন রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করা যায়, ঠিক তেমনি রেশন কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ নথি ভারতীয় নাগরিকদের জন্য। তাই আপনার রেশন কার্ডে যদি আপনার নাম বা বাবার নাম বা ঠিকানা, বা বয়স সহ বিভিন্ন ধরনের ভুল থেকে থাকে, তাহলে তা অনলাইনে কিভাবে সংশোধন করবেন তার সমস্ত বিবরন নিচে দেওয়া হল।
রেশন কার্ডে সংশোধনের প্রয়োজন হয়ে উঠলেই অনেকেই ভাবেন যে সংশ্লিষ্ট ব্লক অফিসে বা খাদ্য দপ্তর অফিসে গিয়ে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এমনটা কিন্তু নয়। এখন আপনি চাইলেই বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে রেশন কার্ড সংশোধন করিয়ে নিতে পারবেন। আপনাকে খাদ্য দপ্তরের অফিসে বা কোথাও গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।
আরও পড়ুনঃ
আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে জেনেনিন
বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন
রেশন কার্ড কিভাবে সংশোধন করবেন (Online Ration Card Correction Process)
অনলাইনে রেশন কার্ড সংশোধন করার জন্য আপনাকে প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট http://food.wb.gov.in/ ভিসিট করতে হবে। এখান থেকে নিচের দিকে Apple for New Ration Card অপশনটিকে ক্লিক করতে হবে। এর পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে, সেখান থেকে আপনাকে For Existing Applicant অপশনে ক্লিক করতে হবে।
এবার আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকা ফোন নাম্বার দিয়ে Get OTP তে ক্লিক করতে হবে। তারপর আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি আসবে। এন্টার ওটিপিতে এই চারটি সংখ্যা দিয়ে Proceed করতে হবে। এবার আপনার সামনে নতুন পেজ খুলবে, যেখানে আপনার বাড়ির সমস্ত সদস্যের রেশন কার্ডগুলিকে দেখাবে। এখান থেকে আপনাকে ৫নং ফর্ম ফিলাপ করতে হবে।
৫নং ফর্ম ফিলাপ করার জন্য আপনাকে এখান থেকে Apply For Form-5-এ Apply Now বাটানে ক্লিক করতে হবে। এবার আপনাকে Beneficiary Details and Address সিলেক্ট করতে হবে। এবার আপনি যার যার রেশন কার্ড ঠিক করতে চান তাদের সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। আপনার দেওয়া তথ্যের স্বপক্ষে প্রমানপত্র (যেমন- আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) স্ক্যান করে আপলোড করতে হবে। আর এই স্ক্যান করা ডকুমেন্ট ১০০কেবি-র নিচে হতে হবে। এবার আপনাকে NEXT অপশন-এ ক্লিক কিরতে হবে।
এবার ওয়ার্নিং পেজ খুলবে সেখানে it’s okay, i agree অপশন টিক করে Proceed বাটানে ক্লিক করতে হবে। এবার Get OTP করতে হবে। তারপর আবার আপনার ফোনে একটি ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। হলে গেল আপনার রেশন কার্ড সংশোধনের আবেদন।
আপনাদের জানিয়ে রাখি যে রেশন কার্ড সংশোধন করার জন্য আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নং লিঙ্ক থাকা আবশ্যিক। আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি রেশন কার্ড কারেকশন বা সংশোধন অনলাইনে করতে পারবেন না।
আরও পড়ুনঃ
আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে জেনেনিন
বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন