Redmi 13C 5G ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানি তার নতুন Redmi 13C সিরিজের অধীনে Redmi 13C 4G এবং Redmi 13C 5G নামে দুটি ফোন লঞ্চ করেছে। দুটি ফোনই কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন সহ বাজারে এসেছে। এই পোস্টে Redmi 13C 5G এর দাম, বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে দেওয়া হয়েছে।
Redmi 13C 5G ফোনটিকে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে আনা হয়েছে। ফোনটির 4GB RAM মডেলের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা, 6GB RAM ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা এবং 8GB RAM মডেলের দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা। এই ফোন কেনার সময় আপনি যদি ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি ১০০ টাকার তাত্ক্ষণিক ছাড় পেয়ে যাবেন। ১৬ই ডিসেম্বর থেকে এই ফোনটিকে Startrail Silver, Startrail Green এবং Starlight Black কালারে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ
-
প্রতি মাসে ইএমআই মাত্র ১২৫ টাকা দিয়ে কেনা যাবে Jio 4G Phone
-
Poco X6 Neo ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে
Redmi 13C 5G ফোন ফিচার
- এই ফোনে ১৬০০ X ৭২০ পিক্সেল স্ক্রীন রেজোলিউশন সাপোর্ট সহ ৬.৭৪ ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ ডিসপ্লে রয়েছে যা কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত থাকছে। LCD প্যানেলের তৈরি, এই স্ক্রিনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 600 nits ব্রাইটনেস সাপোর্ট করে।
- পারফমান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ অক্টা-কোর প্রসেসর 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি প্রসেসর দেওয়া হয়েছে এতে। এর সাথে গ্রাফিক্সের জন্য পেয়ে যাবেন Mali-G57 MC2 GPU ।
- ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সাথে LED ফ্ল্যাশ 1/2.76” এবং F/1.8 অ্যাপারচার রয়েছে যা 0.612μm পিক্সেল সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে F/2.2 অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- এই ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে এসেছে। ফোনের বেস মডেলে 4GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে। দ্বিতীয় মডেলে 6GB RAM ও 128GB স্টোরেজ যুক্ত করা হয়েছে এবং শীর্ষ মডেলে 8GB RAM ও 256GB স্টোরেজ যুক্ত করা হয়েছে। এই ফোনের র্যাম বাড়ানোর জন্য এতে রয়েছে ভার্চুয়াল র্যাম ফিচার সাপোর্ট করবে। এই ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
- সিকুরিটির জন্য এই ফোনে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি আইপি রেটিং যুক্ত করা হয়েছে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে। ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য এতে যুক্ত করা হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট।
- এই ফোনে ডুয়াল সিম এবং 7 5G ব্যান্ডের সাথে Bluetooth 5.3 ভার্সন, WiFi 5 ভার্সন এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ