Redmi 13C ফোনটি শাওমি ব্র্যান্ডের পরবর্তী কম বাজেটের স্মার্টফোন হতে চলেছে। বর্তমানে, ভারতে এই ফোনের লঞ্চ সম্পর্কে কোনও তথ্য প্রকাশিত হয়নি, তবে এই ফোনটি বিদেশী অ্যামাজন ওয়েবসাইটে স্পেসিফিকেশন এবং ফটো সহ তালিকাভুক্ত হয়েছে। এখানে Redmi 13C ফোনের দাম জানানো হয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত নীচে দেওয়া হল।
রেডমি ১৩সি ফোনটিকে গ্লোবাল অ্যামাজন সাইটে একটি একক স্টোরেজ ভেরিয়েন্টে তালিকাভুক্ত করা হয়েছে। এটি ৪জিবি র্যাম এবং ১২জিবি স্টোরেজ সহ এসেছে এবং এর দাম $140.54। যা ভারতীয় মুদ্রায় এই দাম প্রায় ১১,৭০০ টাকার মতো। বিদেশের বাজারে ফোনটিকে মিডনাইট ব্ল্যাক কালারে আনা হয়েছে।
আরও পড়ুনঃ
-
Moto G84 5G ফোনটির দাম আবার একবার কমানো হয়েছে, দেখুন কোথায় পাবেন
-
12 ইঞ্চি 2.4K ডিসপ্লে, 12GB RAM, 8800mAh ব্যাটারি সহ Blackview Tab 18 ট্যাবলেট লঞ্চ হয়েছে
Redmi 13C ফোন ফিচার
- Redmi 13C ফোনে একটি ৬.৭৪ ইঞ্চির HD+ IPS LCD ওয়াটার ডট ড্রপ ডিসপ্লে রয়েছে, যার এস্পেক্ট রেসিও ২০ঃ৯ এবং স্ক্রীন রেজুলসন ১৬৫০ বাই ৭২০ পিক্সেল।
- এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং MIUI 14-এ কাজ করে।
- পারফরমান্সের জন্য এই ফোনটিতে ২.০ গিগাহার্টজ ক্লক স্পিড সহ মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Mali-G52 MP2 GPU দেওয়া হয়েছে।
- ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এই সেটআপটিতে F/1.8 অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, F/2.4 অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি। এই ব্যাটারি ১৬ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
- রেডমি ১৩সি ফোনে সিকুরিটির জন্য রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার পাওয়া যাবে। এই ফোনে রয়েছে ৩.৫ মিমি অডিও জ্যাক, ডুয়াল ন্যানো সিম, Bluetooth, Wi-Fi, এবং ইউএসবি টাইপ সি পোর্ট।
আরও পড়ুনঃ