Redmi Note 13R Pro চীনে লঞ্চ হয়েছে, এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২জিবি র‍্যাম

Redmi Note 13R Pro ফোনটির দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,০০০ টাকার মত

গত মাসে, Xiaomi চীনের বাজারে তাদের Redmi Note 13 সিরিজের অধীনে Redmi Note 13 5G, Note 13 Pro এবং Note 13 Pro+ নামে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। আজ, কোম্পানি এই সিরিজের অধীনে Redmi Note 13R Pro নামে আরেকটি নতুন ফোন নিয়ে এসেছে। এই ফোনটিকে একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টের সাথে বাজারে আনা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

চীনা বাজারে Redmi Note 13R Pro ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। ১২জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনের দাম রাখা হয়েছে 1999 Yuan। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকার সমান। চীনে এই ফোনটি মিডনাইট ব্ল্যাক, টাইম ব্লু এবং মর্নিং লাইট গোল্ড রঙে বিক্রি হবে। আপনাদের জানিয়ে রাখি যে Redmi Note 13R Pro ফোনটি ভারতের বাজারে POCO X6 Neo নামে লঞ্চ হতে পারে।

আরও পড়ুনঃ

Redmi Note 13R Pro ফোন ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version