Site icon Technology News

Samsung Galaxy A05 মাত্র 9,999 টাকায় লঞ্চ হল, এতে রয়েছে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি

Samsung Galaxy A05

Samsung Galaxy A05 কয়েকদিন আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এবং সম্প্রতি এই ফোনটি ভারতের ক্রোম স্টোরগুলিতেও দেখা গেছে। আজ কোম্পানি আনুষ্ঠানিকভাবে এই ফোনটি ভারতে লঞ্চ করেছে। এই ফোনটি ভারতে মাত্র ৯৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনটির মধ্যে রয়েছে 6.7″ HD+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৬জিবি ভার্চুয়াল র‍্যাম, ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, এবং ৫০০০এমএএইচ-এর ব্যাটারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, বিক্রয়, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।

Galaxy A05 ফোন ভারতের বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনটির বেস মডেলে 4GB RAM ও 64GB মেমরি রয়েছে এবং এর দাম ৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এদিকে এই ফোনের বড় মডেলটিকে ১২,৪৯৯ টাকা কেনা যাবে, যার মধ্যে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ। ফোনটিকে হালকা সবুজ, সিলভার এবং কালো রঙে পাওয়া যাচ্ছে। ফোনটিকে SBI ক্রেডিট কার্ড বেবহার করে কিনলে ১০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

আরও পড়ুনঃ

Samsung Galaxy A05 এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A05 ফোনে ৭২০ বাই ১৬০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সহ একটি ৬.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই ওয়াটার ড্রপ ডান্স স্টাইলের স্ক্রিনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং OneUI-তে কাজ করে। পারফরম্যান্সের জন্য, এই ফোনে 2.0 GHz ক্লক স্পিড সহ MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।

Samsung Galaxy A05 ফোনে রয়েছে ভার্চুয়াল RAM ফিচার। এর সাহায্যে, ফোনের অভ্যন্তরীণ র‌্যামে 6GB অতিরিক্ত RAM যোগ করা যেতে পারে এবং এটি 12GB পর্যন্ত র‌্যাম পারফরমান্স দেবে। কোম্পানি এই ফিচারের নাম দিয়েছে RAM Plus ফিচার।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি। যা ২৫ ওয়াট ফাস্ট চারজিং ফিচার সাপোর্ট করবে। এই ফোনে চার বছরের সিকুরিটির আপডেট এবং ২ বছরের Android OS আপডেট পাওয়া যাবে। এই ফোনে ডুয়াল সিম 4জি, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩ ভার্সন এবং জিপিএসের মতো বিভিন্ন ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ

Exit mobile version