Site icon Technology News

Samsung Galaxy F04 ফোনটিকে মাত্র ৮৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে

Samsung Galaxy F04

Samsung Galaxy F04 Phone Offer- আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাও আবার ১০ হাজার টাকার মধ্যে তাহলে আপনার জন্য Samsung Galaxy F04 বেস্ট হতে পারে। এই ফোনটিকে এই মুহূর্তে ফ্লিপকার্ট থেকে দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০০০এমএএইচ-এর ব্যাটারি এবং MediaTek Helio P35 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটিকে কত দামে এবং কোথা থেকে কেনা যাবে।

Samsung Galaxy F04 ফোনটির উপরে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত অফার। ফোনটিকে আপনি ১১৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ৮৪৯৯ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ আপনি ফোনটির উপরে পেয়ে যাচ্ছেন ২৬% ছাড়। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার। যার জন্য ফোনটির দাম আরও কিছুটা কমে যাবে। আবার আপনি ফোনটিকে এক্সচেঞ্জ অফারে বা ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। এই দাম ফোনটির ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটি Jude Purple এবং Opal Green কালারে উপলব্ধ রয়েছে।

আরও পড়ুনঃ

Samsung Galaxy F04 ফোন ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version