Site icon Technology News

39% ছাড় দিয়ে কিনে নিন সামসুং গালাক্সি এম১৪ স্মার্টফোনটিকে, সীমিত সময়ের জন্য।

Samsung Galaxy M14 Phone Offer
Samsung Galaxy M14 Phone Offer

Samsung Galaxy M14 Phone Offer– আপনি যদি নতুন 4জি ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনি Samsung Galaxy M14 4G ফোনটিকে ক্রয় করতে পারেন। এই মুহূর্তে এই ফোনটির উপর ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। ফোনটিকে খুবই সস্তায় কেনার সুযোগ রয়েছে আপনার কাছে। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 6000mAh-এর ব্যাটারি। এছাড়া এতে পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং Android 13 অপারেটিং সিস্টেম।

আরও পড়ুনঃ

Samsung Galaxy M14 ফোনের দাম 13999 টাকা। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। কিন্তু আপনি ফোনটির উপরে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন ৩৯% অফ। অর্থাৎ আপনি ফোনটিকে মাত্র 8520 টাকা দিয়ে কিনতে পারবেন। ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার। এছাড়াও রয়েছে EMI এর সুবিধা। ফোনটিকে ICY Silver, Beery Blue, এবং Artic Blue কালারে ক্রয় করা যাবে। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy M14 4G ফোন ফিচার

তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির মধ্যে কি কি ফিচার রয়েছে। ফোনটির মধ্যে কি কি ফিচার রয়েছে তা নিচে দেওয়া হল।

আরও পড়ুনঃ

Exit mobile version