Samsung Galaxy S21 FE 5G ফোনের এর নতুন ভার্সন Snapdragon 888 SoC সহ লঞ্চ হল, দেখুন দাম
সামসুং কোম্পানি Samsung Galaxy S21 FE 5G ফোনের 2023 মডেলটি ভারতের বাজারে লঞ্চ করা করেছে। এই নতুন মডেলে শুধু প্রসেসর পরিবর্তন করা হয়েছে। বাকি সব ফিচার একই গত বছরে লঞ্চ হওয়া স্মার্টফোনের মতোই। Samsung Galaxy S21 FE 5G এর নতুন মডেলটি Snapdragon 888 SoC প্রসেসর সহ এসেছে।
এই ফোনটিতে রয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 4,500mAh-এর ব্যাটারি।
আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার
ভারতের বাজারে Samsung Galaxy S21 FE 5G (2023) এর দাম রাখা হয়েছে 49,999 টাকা। এই দাম ফোনটির 8GB র্যাম ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের। স্মার্টফোনটিকে কেনার জন্য কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে।
Samsung Galaxy S21 FE 5G (2023) ফোন ফিচার
ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা সহ 6.4-ইঞ্চির ফুল-এইচডি+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। স্যামসাং-এর ওয়েবসাইটে প্রকাসিত তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনটিতে ডুয়াল-সিম (ন্যানো) স্লট রয়েছে এবং অ্যান্ড্রয়েড ওএসে চলবে।
পারফরমান্সের জন্য ফোনটিতে Qualcomm-এর Snapdragon 888 প্রসেসর বেবহার করা হয়েছে, যা 8GB LPDDR5X RAM এর সাথে যুক্ত। ফোনটিতে রয়েছে 256GB ইন্টারনাল স্টোরেজ। Galaxy S21 FE 5G (2023) এ রয়েছে একটি 12-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 8-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফির জন্য ফোনটির সামনে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে 5G, 4G LTE, Wi-Fi 6 ভার্সন, ব্লুটুথ 5 ভার্সন, NFC, GPS/ A-GPS, ওয়্যারলেস DeX এবং USB Type-C পোর্ট। সিকুরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে জল এবং ধুলোর ক্ষতি প্রতিরোধীর জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে। ডিভাইসটির ওজন 177 গ্রাম।
আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার