Samsung এর ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজ 2024 সালের শুরুর দিকে লঞ্চ হতে পারে। Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra নামের তিনটি ফোন এই সিরিজে লঞ্চ হতে পারে। প্রতিবেদন থেকে জানা গেছে যে এই ফোনগুলি ১৭ জানুয়ারি টেক ফোরামে উপস্থাপন করা হতে পারে। সাথে ফোনটির প্রি-অর্ডার এবং সেলের তারিখও জানা গেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
রিপোর্ট অনুযায়ী সামসুং গ্যালাক্সি S24 স্মার্টফোন সিরিজ ১৭ জানুয়ারী, 2024-এ লঞ্চ হতে পারে। লঞ্চের সাথে সাথে এই ফোনের প্রি-অর্ডারও শুরু হয়ে যাবে। আরও জানা গেছে যে যারা এই ফোনটি প্রি-অর্ডার করবেন তারা ২৬ থেকে ৩০ জানুয়ারির মধ্যে ফোনটিকে হাতে পেয়ে যাবেন। জানা গেছে যে স্যামসাঙ গেলেক্সি এস২৪ সিরিজের ওপেন সেল ৩০শে জানুয়ারি থেকে শুরু হবে। এখন কোম্পানির আনুষ্ঠানিক ভাবে ঘোষণার অপেক্ষা।
আরও পড়ুনঃ
-
Tecno Spark Go 2024 স্মার্টফোন সস্তায় বাজারে লঞ্চ হয়েছে ডুয়েল ক্যামেরা সহ
-
Poco C50 ফোনটিকে ৪২% ছাড়ে অর্থাৎ প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে
Samsung Galaxy S24 সিরিজের সম্ভাব্য ফিচার
- Galaxy S24 ফোনটিতে একটি ৬.১ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। আবার Galaxy S24 Plus ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই সিরিজের টপ মডেলটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট সহ একটি ৬.৮ ইঞ্চির WQHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে।
- Galaxy S24 সিরিজের ফোনগুলি সর্বশেষ Android 14 অপারেটিং সিস্টেম এবং One UI 6-এ রান করবে।
- এই তিনটি ফোনে Adreno GPU সহ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হবে। তবে কিছু বাজারে এই ফোনটি Exynos 2400 চিপসেটের সাথেও লঞ্চ হতে পারে।
- ফটোগ্রাফির জন্য Galaxy S24 Ultra ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ১২ + ১০ + 3x মেগাপিক্সেল জুম সমর্থিত কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। বাকি দুটি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে ১০+২ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে।
- পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy S24 Ultra ফোনটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০এমএএইচ-এর ব্যাটারি যোগ করা হতে পারে।
আরও পড়ুনঃ