Site icon Technology News

Samsung Galaxy S24 ফোন সিরিজ লঞ্চের তারিখ প্রকাশিত হয়েছে, ১৭ জানুয়ারি লঞ্চ হতে পারে

Samsung এর ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজ 2024 সালের শুরুর দিকে লঞ্চ হতে পারে। Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra নামের তিনটি ফোন এই সিরিজে লঞ্চ হতে পারে। প্রতিবেদন থেকে জানা গেছে যে এই ফোনগুলি ১৭ জানুয়ারি টেক ফোরামে উপস্থাপন করা হতে পারে। সাথে ফোনটির প্রি-অর্ডার এবং সেলের তারিখও জানা গেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

রিপোর্ট অনুযায়ী সামসুং গ্যালাক্সি S24 স্মার্টফোন সিরিজ ১৭ জানুয়ারী, 2024-এ লঞ্চ হতে পারে। লঞ্চের সাথে সাথে এই ফোনের প্রি-অর্ডারও শুরু হয়ে যাবে। আরও জানা গেছে যে যারা এই ফোনটি প্রি-অর্ডার করবেন তারা ২৬ থেকে ৩০ জানুয়ারির মধ্যে ফোনটিকে হাতে পেয়ে যাবেন। জানা গেছে যে স্যামসাঙ গেলেক্সি এস২৪ সিরিজের ওপেন সেল ৩০শে জানুয়ারি থেকে শুরু হবে। এখন কোম্পানির আনুষ্ঠানিক ভাবে ঘোষণার অপেক্ষা।

আরও পড়ুনঃ

Samsung Galaxy S24 সিরিজের সম্ভাব্য ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version