Samsung Galaxy Z Flip 5 Retro লিমিটেড এডিশন স্মার্টফোন লঞ্চ হল

জেড ফ্লিপ 5 ফোনের নতুন ভার্সন হিসাবে Samsung Galaxy Z Flip 5 Retro Limited Edition লঞ্চ করা হয়েছে

Samsung Galaxy Z Flip 5 Retro

Samsung Galaxy Z Flip 5 Retro Limited Edition তাদের Z Flip 5 ফোনের একটি নতুন সংস্করণ হিসেবে লঞ্চ করা হয়েছে। আপনাদের জানিয়েদি যে এই ফোনটি ২০০৩ সালে কোম্পানির দ্বারা লঞ্চ করা Samsung E700 (SGH-E700) মডেলের উপর ভিত্তি করে তৈরি। সেই সময়ে এই ফোনটিতে একটি অনন্য ফ্লিপ ডিজাইন ছিল। এখন ২০ বছর পর, কোম্পানি তাদের গ্রাহকদের এই পুরানো ফোনের স্পর্শ দিতে এই নতুন ফোনটিলে লঞ্চ করেছে। চলুন দেখে নেওয়া যাক এই লিমিটেড এডিশনের ফোনটির ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

Samsung Galaxy Z Flip 5 Retro Limited Edition ফোনটি দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন এবং অস্ট্রেলিয়ায় লঞ্চ হয়েছে। এই ফোনটি ১লা নভেম্বর থেকে দক্ষিণ কোরিয়ায় এবং ২রা নভেম্বর থেকে উপরে উল্লেখিত অন্যান্য দেশে বিক্রির জন্য উপলব্ধ হবে। ব্যবহারকারীরা এই ফোনটিকে শুধুমাত্র কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Samsung.com থেকে কিনতে পারবেন।

কোম্পানি Samsung Galaxy Z Flip 5 Retro Limited Edition ফোন লঞ্চের ঘোষণা করেছে কিন্তু দাম প্রকাশ করেনি। রিপোর্ট অনুযায়ী, এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৯৮,৪৫৬ টাকার মত হতে পারে। তবে ফোনের সঠিক দাম এবং বিক্রি জানা যাবে ১ বা ২ নভেম্বর।

আরও পড়ুনঃ

Samsung Galaxy Z Flip 5 Retro ফোন ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version