50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Sharp Aquos Sense 8 স্মার্টফোন

Sharp Aquos Sense 8 ফোনটিকে দুর্দান্ত ফিচারসহ বাজারে আনা হয়েছে। ফোনটিকে 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এবং কোবাল্ট ব্ল্যাক, লাইট কপার ও পেল গ্রিন কালারে পাওয়া যাবে।

Sharp Aquos Sense 8 smartphone

Sharp কোম্পানি জাপানে Sharp Aquos Sense 8 স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিকে একটিমাত্র স্টোরেজ ভেরিয়েন্ট-এ বাজারে আনা হয়েছে। এতে আপনি পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ কাজ করবে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Aquos Sense 8 ফোনের ফিচার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন

জাপানের বাজারে Aquos Sense 8 ফোনের 6GB র‍্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে JPY 62,150 (যা ভারতিয় মুদ্রায় প্রায় 34,700 টাকার মত)। এটিকে কোবাল্ট ব্ল্যাক, লাইট কপার এবং পেল গ্রিন কালার অপশনে ক্রয় করা যাবে। ফোনটিকে কবে ভারতের বাজারে আনা হবে সেই সম্পর্কে কোন তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাবে।

Sharp Aquos Sense 8 স্মার্টফোন ফিচার

Sharp Aquos Sense 8 ফোনে দেওয়া হয়েছে একটি 6.1-ইঞ্চি ফুল এইচডি প্লাস IGZO OLED ডিসপ্লে। যার স্ক্রীন রেজোলিউশন 2,400 পিক্সেল বাই 1,080 পিক্সেল, রিফ্রেশ রেট 90 হার্টজ এবং ব্রাইটনেস 1300 নিট। পাওয়ার ব্যাকআপের 5,000mAh ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G নেটওয়ার্ক, Wi-Fi 5 ভার্সন, NFC, 3.5mm অডিও জ্যাক এবং Bluetooth 5.1 ভার্সন। সিকুরিটির জন্য এই ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ফোনটি IP68 রেটিং এবং MIL-STD-810G সার্টিফিকেশন সহ বাজারে এসেছে।

এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম চলবে। কোম্পানি তিনটি ওএস আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা প্যাচ দেওয়ার দাবি করেছে। পারফরমান্সের জন্য ফোনটিকে Octa Core Qualcomm Snapdragon 6 Gen 1 SoC প্রসেসর। এই ফোনে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা সেটআপের জন্য এই ফোনের পিছনে একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, এবং একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও পাওয়া যাবে। সেলফির জন্য ফোনটির সামনে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে

Exit mobile version