5G5G Smartphonelatest techlatest tech newsMobile PhoneOfferOffer ZonePocoSmartphoneSmartphone OfferTech News Banglatech news todayTechnology Newstrending tech news

Smartphone Offer- ফ্লিপকার্ট থেকে Poco X5 5G ফোনটিকে দুর্দান্ত ছাড়ে কেনার সুযোগ

Poco X5 5G ফোনটিকে ৯০০০ টাকা ছাড়ে দিয়ে মাত্র ১৪,৯৯৯ টাকা দিয়ে কেনা যাবে

Smartphone Offer- Poco X5 5G

Poco X5 5G স্মার্টফোন অফার- আপনি নতুন ৫জি ফোন কেনার কথা ভাবছেন তাও আবার ১৫ হাজার টাকার মধ্যে, তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। এই মুহূর্তে Poco X5 5G ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে ৯ হাজার টাকা ছাড়। যার মধ্যে রয়েছে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন ৪৮+৮+২ মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬.৬৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং ৫০০০এমএএইচ এর ব্যাটারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটিকে এই মুহূর্তে কত টাকা দিয়ে কেনা যাবে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

পোকো এক্স৫ ৫জি ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে মাত্র ১৪,৯৯৯ টাকা দিয়ে কেনা যাবে। ফোনটির এমআরপি ২৩,৯৯৯ টাকা। অর্থাৎ ফোনটির উপরে ৯০০০ টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। এই দাম ফোনটির ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার রয়েছে। যার জন্য ফোনটির দাম আরও একটু কমে যাবে। এছাড়াও ফোনটিকে আপনি নো-কোস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন।

আরও পড়ুনঃ

Poco X5 5G ফোন ফিচার

  • পোকো এক্স৫ ৫জি ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ২৪০০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল, এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এতে রয়েছে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ।
  • ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য এতে আপনি পেয়ে যাবেন ১3 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০এমএএইচ এর ব্যাটারি। যা ফাস্ট চারজিং সাপোর্ট করবে। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরমান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়াল্কম স্নেপড্রাগন 695 প্রসেসর।
  • ফোনটিতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্নেসর। ফোনটির ওজন ১৮৮ গ্রাম। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button