Site icon Technology News

ল্যাপটপে স্ক্রিনশট নিতে হলে আপনাকে এই পাঁচটি উপায় অবলম্বন করতে হবে

laptop screenshot shortcut

Laptop Screenshot Shortcut- কম্পিউটার বর্তমান যুগে আমাদের জীবনকে যে এতটাই সহজ করে দিয়েছে, সে বিষয়ে কোন উল্লেখ নেই। সরকারি বা বেসরকারি দপ্তরে, কাজের জন্য বা তাদের নিজের প্রয়োজনে বেশিরভাগ মানুষ এখন এই ল্যাপটপ ব্যবহার করে। তাছাড়া, আজকাল দিনে একটি ল্যাপটপ থাকা খুবই সাধারণ ব্যাপার।

 

তবে সবাই ল্যাপটপ বা কম্পিউটারের সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে জানেই না, অনেকেরই ধারণা নেই যে এই ডিভাইসগুলির কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলি খবুই গুরুত্বপূর্ণ।

তাই আপনি যদি ল্যাপটপ/কম্পিউটারে নতুন কিনে থাকেন এবং ল্যাপটপে স্ক্রিনশট নিতে জানেন না, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ আজ আমরা Windows 10 বা Windows 11 OS-এর এমনই কিছু কম্পিউটার শর্টকাট শেখাব, যার মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ল্যাপটপের স্ক্রিনশট নিতে পারবেন। তাহলে চলুন দেখেন নেওয়া যাক একনজরে।

আরও পড়ুনঃ

Laptop Screenshot Shortcut

আরও পড়ুনঃ

Exit mobile version