Vivo T3 5G- স্মার্টফোন নির্মাতা Vivo কোম্পানি ভারতে তাদের নতুন ‘T’ সিরিজের অধীনে নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই ফোন সম্পর্কে কিছু ঘোষণা করা হয়নি, তবে একটি লিক থেকে জানা গেছে যে Vivo T3 5G ফোনটি ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে Vivo T3 5G ফোনের লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক Vivo T3 5G ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ
-
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
-
itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।
লিক অনুসারে, Vivo T3 5G ফোন ভারতে এই মাসে অর্থাৎ 2024 সালের মার্চ মাসে লঞ্চ হবে। কোম্পানি এখনও কোনও ইঙ্গিত দেয়নি, তবে লিক অনুসারে, Vivo T3 5G ফোনটি মার্চ মাসে লঞ্চ হবে।
ভারতে Vivo T3 5G স্পেসিফিকেশন (লিক অনুযায়ী)
লিক অনুসারে, পারফরমান্সের জন্য Vivo T3 5G ফোনে MediaTek DiamondCity 7200 প্রসেসর দেওয়া হবে।
আপনাদের জানিয়ে রাখি যে এই অক্টা-কোর প্রসেসরটি 2.8 GHz গতিতে কাজ করবে। ফোনটি সর্বশেষ Android 14 অপারেটিং সিস্টেমে চলবে।
লিক থেকে আরও জানা গিয়েছে যে এই ফোনে Sony IMX882 রিয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে। Vivo T3 5G-তে 120 হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ