ভিভো Y-সিরিজের অধিনে একটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন নিয়ে এসেছে। Vivo Y100 5G নামক এই ফোনটিতে OLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 695 প্রসেসর, ৫,০০০এমএএইচ-এর পাওয়ারফুল ব্যাটারি এবং ৬৪মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
এই স্মার্টফোনটির বেস মডেল ৮জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৯১৫ টাকার মত)। অন্যদিকে ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ এবং ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (ভারতীয় মুল্যে প্রায় ১৮,৪০৫ টাকার মত) এবং ১,৭৯৯ ইউয়ান (ভারতীয় মুল্যে প্রায় ২০,৪৬৫ টাকার মত)। চীনে লঞ্চ হওয়া এই Vivo Y100 5G ফোনটিকে একাধিক কালারে পাওয়া যাবে, যেমন স্টারি ব্ল্যাক, গ্লাস ব্লু এবং একটি বিশেষ টেক্সচারযুক্ত গ্রীন মডেল।
ফোনটির টপ এন্ড মডেল ১২জিবি র্যাম ও ৫১২জিবি স্টোরেজ এর দাম ১,৯৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৭৪০ টাকার মত)। এটি বর্তমানে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে এবং এর সেল শুরু হচ্ছে আগামী ৪ই নভেম্বর থেকে। ফোনটিকে কবে গ্লোবাল মার্কেটে আনা হবে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ
-
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
-
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে
Vivo Y100 5G এর ফিচার
এই ফোনে ৬.৭৮ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ রেজোলিউশন, লো ব্লু লাইট প্রোটেকশন এবং ১,২০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য, ভিভো ওয়াই১০০ ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে, যা সর্বোচ্চ ১২জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৫১২জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকছে। এতে অতিরিক্ত ১২জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্টও করবে। এটি Android 13 ওএ ভিত্তিক অরিজিনওএস ৩ (OriginOS 3) কাস্টম স্কিনে চলবে।
ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে ৫,০০০এমএএইচ ব্যাটারি বেবহার করা হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে আইপি৫৪ (IP54)-রেটিং প্রাপ্ত, যা জল এবং ধুলো ফোনটিকে প্রতিরোধ করবে। সিকুরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ