ভিভো কোম্পানি ভারতের বাজারে Vivo Y36 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির মধ্যে রয়েছে দুর্দান্ত ফিচার। এই ফোনে আপনি পেয়ে যাবেন 8GB RAM, 5000mAh-এর ব্যাটারি, স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ডিজাইনের দিক থেকেও ফোনটিকে আকর্ষণীয় দেখায়। এতে রয়েছে 2.5D কার্ভড বডি ডিজাইন এবং ফ্ল্যাট ফ্রেম। এই ফোনটি সিঙ্গেল র্যাম ও স্টোরেজ অপশনে এসেছে। তাহলে আসুন জেনে নিই Vivo Y36 এর দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Vivo Y36 ফোন ফিচার ও দাম
Vivo Y36 ফোনে আপনি পেয়ে যাবেন একটি 6.64-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 90 হার্টজ এবং স্যাম্পলিং রেট 240 হার্টজ। কোম্পানির দাবি, সূর্যের আলোতেও ফোনের ডিসপ্লে উজ্জ্বলভাবে জ্বলবে। ফোনটি Android 13 Funtouch OS অপারেটিং সিস্টেমে চলবে। ফোনে 2টি ন্যানো সিম ছাড়াও এসডি কার্ডের জন্য আলাদা স্লট দেওয়া হয়েছে।
এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রধান সেন্সরটি হল 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা। সেলফির জন্য এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। অনেক স্মার্ট ক্যামেরা ফিচার আছে। যেমন- সুপার নাইট মোড, মাল্টি স্টাইল পোর্ট্রেট ইত্যাদি।
পারফরমান্সের জন্য Vivo Y36 ফোনে Snapdragon 680 প্রসেসর লাগানো হয়েছে। সাথে 8GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই স্মার্টফোনে 5G কানেক্টিভিটির সুবিধা নেই। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার
Vivo Y36 ফোনের 8GB RAM ও 128GB-এর একক স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতের বাজারে 16,999 টাকা রাখা হয়েছে। ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং খুচরা দোকান থেকে পাওয়া যাবে। ফোনটি দুটি রঙের বিকল্পে এসেছে যেগুলি- ভাইব্রেন্ট গোল্ড এবং মিটিওর ব্ল্যাক। ফোনটিকে কেনার জন্য-