সার্টিফিকেশন সাইট টেনাতে OPPO A2x 5G নামের একটি স্মার্টফোন দেখা গিয়েছিল। যে ফোনটিকে কোম্পানি চীনের বাজারে এই লঞ্চ করেছে। এই ফোনে 13 মেগাপিক্সেলের কামেরা, ৮জিবি র্যাম, MediaTek Dimensity 6020 প্রসেসর এবং ৫০০০এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক লঞ্চ হয়া এই নতুন ৫জি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
চীনের বাজারে এই ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আনা হয়েছে হয়েছে। ফোনটির বেস মডেল অর্থাৎ 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ এর দাম পড়বে ভারতিয় মুদ্রায় প্রায় ১২৫৯৯ টাকার মত। এদিকে এর টপ মডেলে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় ১৫৯৯৯ টাকার কাছাকাছি। চীনে OPPO A2x ফোনটিকে ক্রয় করা যাবে black, gold এবং purple কালারে। তবে ফোনটিকে কবে ভারতের বাজারে আনা হবে সেই সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ
-
আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে জেনেনিন
-
বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন
OPPO A2x 5G ফোন ফিচার
OPPO A2x ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1612 পিক্সেল এবং এই ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করবে। এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 720 নিটস। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13.1 এ কাজ করবে। OPPO A2x ফোনটিকে জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
এই ফোনটি 6GB RAM ও 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে এসেছে। RAM expansion technology ব্যাবহার করে এই ফোনে 16GB RAM করা যাবে। পারফরমান্সের জন্য এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ক্যামেরার জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ লাইট সহ এবং এআই টেকনোলজিযুক্ত ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে আপনি পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। অন্যান্য ফিচার হিসাবে OPPO A2x ফোনে Dual-mode 5G নেটওয়ার্ক সাপোর্ট, Dual SIM, Wi-Fi, Bluetooth, ও 3.5mm অডিও জ্যাক রয়েছে।
আরও পড়ুনঃ