Bangla NewsBangla Tech NewsTech News Banglatech news todayTechnology Newstrending tech news

WhatsApp আবার আনতে চলেছে নতুন নতুন ফিচার, একবার দেখেনিন কি কি ফিচার আনতে চলেছে

পার্সোনাল এবং গ্রুপ চ্যাটে ম্যাসেজ পিন ফিচার টেস্ট করছে WhatsApp । সীমিত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের বিটা ইউজারদের জন্য এই ফিচার লঞ্চ করা হয়েছে। পরে সবাই এই ফিচার বেবহার করতে পারবে।

WhatsApp massage pin features

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম WhatsApp তাদের অ্যাপে ম্যাসেজ পিন করার ফিচারে নতুন কিছু ফিচার যোগ করতে চলেছে। এই ফিচার নিয়ে কোম্পানি দীর্ঘ দিন ধরেই কাজ বলে জানা গিয়েছিল। এবার আন্ড্রয়েড প্ল্যাটফর্মের সীমিত সংখ্যক বিটা ইউজারদের জন্য এই ফিচার আনা হয়েছে।

WhatsApp massage pin features

এই নতুন ফিচার আন্ড্রয়েড প্ল্যাটফর্মে WhatsApp বিটাতে 2.23.21.4 আপডেটের মাধ্যমে Google Play Store থেকে ডাউনলোড করে মোবাইল ফোন ইন্সটল করা যাবে। একবার কোনো ম্যাসেজ পিন করার পর সেটি চ্যাটে ওপরের দিকে থাকবে। ফলে যখন ইচ্ছা তখন সেটিকে অ্যাক্সেস করা যাবে। এতে পিন করা ম্যাসেজের টাইমিং সিলেক্ট করার অপশনও থাকবে। তাই আপনি প্রয়োজন অনুযায়ী ২৪ ঘন্টা বা ৭ দিন বা ৩০ দিন পর্যন্ত ম্যাসেজ পিন করে রাখতে পারবেন। এই ম্যাসেজ আবার যখন ইচ্ছা আপনি আনপিনও করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি যে আপাতত এই ফিচার কিছু বিটা ইউজাররা বেবহার করতে পারবেন।

যে কোনো WhatsApp বিটা ইউজাররা চেক করে দেখতে পারেন তাদের এই ফিচার উপলব্ধ করা হয়েছে কি না। কোনো চ্যাট ওপেন করে একটি ম্যাসেজ হোল্ড করে দেখুন পিন অপশন দেখাচ্ছে কি না। এদিকে একটি রিপোর্ট থেকে জানা গেছে যে চ্যাটের অ্যাটাচমেন্ট মেনুকে নতুন করে ডিজাইন করা হচ্ছে। এতে একটি ছোট পরিবর্তন করা হবে, তবে অ্যাটাচমেন্ট মেনুতে স্কোয়ার শেপের আইকন দেখা দেবে। বর্তমান ডিজাইনের তুলনায় এই পরিবর্তন বেশ সুন্দর দেখতে হবে। এই নতুন অ্যাটাচমেন্ট মেনু আপাতত অ্যান্ড্রয়েড বিটা ইউজাররাই দেখতে পাবেন।

এই নতুন দুটি ফিচার আপাতত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সীমিত সংখ্যক বিটা ইউজাররা বেবহার করতে পারবেন। যারা WhatsApp বিটা প্রোগ্রামে রেজিস্টার করেছেন তাঁরা নতুন আপডেট ডাউনলোড করে চেক করতে পারবেন যে নতুন ফিচার এসেছে কি না। আশা করা হচ্ছে যে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button