whatsapp new calling features- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে WhatsApp খুবই জনপ্রিয়। WhatsApp সাধারণত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় থাকলেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস কল এবং ভিডিও কলিং ফিচার বহু মানুষ নিয়মিত ব্যবহার করে। জানা গিয়েছে যে, হোয়াটসঅ্যাপ এমন একটি নতুন ফিচার আনতে চলেছে, যাতে হোয়াটসঅ্যাপ কলিং আরো সহজ হয়ে যাবে।
আরও পড়ুনঃ বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন
হোয়াটসঅ্যাপ শুধুমাত্র জনপ্রিয় কমুনিকেশন প্লাটফর্মই নয়, এর মাধ্যমে বহু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ নিমেষেই করা যায়। তাই হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা গত কয়েক বছরে বহু গুণ বেড়েছে। এই প্ল্যাটফর্মের নতুন কলিং শর্টকাট ফিচার ইউজারদের কলিং এর জন্য কন্টাক্ট লিস্ট সহজেই এক্সেস করতে পারবে। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ না খুলেই ইউজাররা কল করতে পারবেন।
whatsapp new calling features
আপনার ফোনে ইন্টারনেট কানেকশন উপলব্ধ থাকলেই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম থেকে ইচ্ছামত কল করা যায়। মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ শর্টকাট কলিং অপশন হিসেবে নতুন এই ফিচার আনবে। যেখানে সাধারণ ডায়ালের মতো কল করার সুবিধা থাকবে।
আপনাদের জানিয়ে রাখি যে আপাতত হোয়াটসঅ্যাপের Android বিটা ভার্সন ইউজাররা এই কলিং শর্টকাট অ্যাক্সেস করতে পারবেন। তার জন্য গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপের ২.২৩.৩.১৫ ভার্সন ডাউনলোড করে ইন্সটল করতে হবে। হোয়াটসঅ্যাপের সাধারণ ইউজারদের জন্য পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে এর স্টেবেল ভার্সন আপডেট রোলআউট হবে।
WhatsApp প্লাটফর্ম এর ফিচার এই নতুন কলিং শর্টকাট ফিচার অ্যাপের সঙ্গেই অন্তর্ভুক্ত থাকবে। ইউজাররা যার সাহায্যে সিঙ্গেল ট্যাপ করেই কল করার সুবিধা পাবেন। অটোমেটিক ভাবেই এই ফিচারটি ডিভাইসের হোম স্ক্রিনে শর্টকাটে যুক্ত হয়ে যাবে।