50-মেগাপিক্সেল যুক্ত OnePlus Nord 2T 5G স্মার্টফোনকে 3,000 টাকার কমে কেনার সুযোগ

OnePlus Nord 2T 5G স্মার্টফোন ভারতীয় বাজারে জুলাই মাসে লঞ্চ হয়েছিল। তবে এখন পর্যন্ত এই ফোনের দাম কমানো হয়নি। 

OnePlus Nord 2T 5G

 

তবে আপনি যদি এই ফোনটিকে কেনার পরিকল্পনা করেন তবে এটি সর্বকালের সেরা সুযোগ হবে আপনার জন্য। এই ফোনটিকে Flipkart-এ বিশাল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এই সময়ে, ব্যাঙ্ক অফারের জন্য ফোনের দাম 3,000 টাকা পর্যন্ত কমানো যেতে পারে।
ই-কমার্স সাইট Flipkart-এ OnePlus Nord 2T 5G-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 28,999 টাকা রয়েছে। তবে ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডের EMI এর মাধ্যমে ক্রয় করলে 10 শতাংশ (2,000 টাকা) তাত্ক্ষণিক ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। 
 
অন্যদিকে, ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে 10 শতাংশ অর্থাৎ 3,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও Flipkart Axis Bank কার্ড মাধ্যমে ক্রয় করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এই ফোনটিকে 1,796 টাকার EMI দিয়ে কেনা যাবে।
 
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

OnePlus Nord 2T 5G ফোন ফিচার

ডুয়াল-সিম (ন্যানো) সাপোর্টেড OnePlus Nord 2T 5G ফোনে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.43-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লে HDR 10+ সাপোর্ট করবে এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে।
 
এই 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রাইমারি ক্যামেরাটি f/1.6 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। এছাড়া Sony IMX355 আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে f/2.4 অ্যাপারচার সহ একটি 32-মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর রয়েছে।
 
ফোনটি MediaTek Dimensity 1300 চিপসেট দ্বারা চলবে। OnePlus Nord 2T 5G ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। ফোনটি Android 12 ভিত্তিক Oxygen OS 12.1 (OxygenOS 12.1) অপারেটিং সিস্টেমে চলবে। সিকুরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
 
কানেক্টিভিটির জন্য এতে রয়েছে Wi-Fi 6, Bluetooth v5.2 এবং NFC । এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 2T 5G ফোনে 4,500mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 80W SuperVoc তারযুক্ত চার্জিং সাপোর্ট করবে। 

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Exit mobile version