5G5G SmartphoneBangla NewsBangla Tech NewsIndialatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech BanglaTech News Banglatech news todayTechnology Newstrending tech newsVivo

Vivo V29 5G ফোনটিকে ফ্লিপকার্টে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে, দেখেনিন এর দাম কত

Vivo V29 5G ফোনটির দাম শুরু ৩২,৯৯৯ টাকা থেকে। এতে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

Vivo V29 5G

Vivo V29 5G ফোনটিকে দুর্দান্ত ফিচারসহ ভারতের বাজারে আনা হয়েছে। ফোনটির বিক্রি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে শুরু হয়ে গেছে। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া এতে আপনি পেয়ে যাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৪৬০০এমএএইচ এর ব্যাটারি, ৬.৭৮ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, এবং ৭৭৮জি প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম কত এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

Vivo V29 5G ফোনটিকে আপনি এই মুহূর্তে ৩২৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে ফোনটির ১২জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে ৩৬৯৯৯ টাকা। ফোনটিকে আপনি নীল, কালো ও লাল রঙে কিনতে পারবেন। ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার রয়েছে। এছাড়া এতে ক্যাশব্যাক অফারও রয়েছে। আপনি ফোনটিকে এক্সচেঞ্জ-এর মাধ্যমে কিনতে পারবেন অথবা ইএমআই এর মাধ্যমেও ক্রয় করতে পারবেন। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

আরও পড়ুনঃ

Vivo V29 5G ফোন ফিচার

ডিসপ্লেঃ এতে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে। এর স্ক্রীন রেজুলসন ২৮০০ বাই ১২৬০ পিক্সেল।

প্রসেসর ও অপারেটিং সিস্টেমঃ পারফরমান্সের জন্য ফোনটিতে অক্টাকর ৭৭৮জি প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি Android 13 Funtouch OS 13 Global অপারেটিং সিস্টেমে কাজ করবে।

ক্যামেরাঃ ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ওয়ায়েড এঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এতে আপনি পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারিঃ পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪৬০০এমএএইচ এর ব্যাটারি। যা ৮০ ওয়াট ফাস্ট চারজিং সাপোর্ট করবে।

কানেক্টিভিটিঃ এতে ৫জি নেটওয়ার্ক ছাড়া ৪জি ৩জি সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে পেয়ে যাবেন Bluetooth, Wi-Fi, GPS, USB টাইপ সি পোর্ট, এবং ৩.৫মিমি অডিও জ্যাক। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করার যাবে।

অন্যান্য ফিচারঃ সিকুরিটির জন্য ফোনটির ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। অন্যান্য সেন্সর হিসাবে রয়েছে Accelerometer, Ambient Light Sensor, Proximity Sensor, E-Compass, Gyroscope ইত্যাদি।

র‍্যাম ও স্টোরেজঃ ফোনটির মধ্যে ৮জিবি/১২জিবি র‍্যাম রয়েছে। এতে ১২৮জিবি/২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। ফোনটির ওজন ১৮৬ গ্রাম।

ভিভো ভি২৯ জি ফোনের দাম

ক্রমিক নংভেরিয়েন্টদাম
৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ৩২,৯৯৯ টাকা
১২জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ৩৬,৯৯৯ টাকা

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button