Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZonePhone OfferRedmiSmartphoneSmartphone OfferTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Redmi 12C স্মার্টফোন সস্তায় কেনার দুর্দান্ত সুযোগ, দিতে হবে মাত্র ৮০৯৫ টাকা

ফোন অফার- ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ যুক্ত Redmi 12C ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন।

Phone Offer- Redmi 12C Smartphone
ফোন অফার– আপনার জন্য রয়েছে দুর্দান্ত অফার যুক্ত স্মার্টফোনের খবর। জী হ্যাঁ আপনি যদি কম দামে দুর্দান্ত ফিচার যুক্ত নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। Redmi 12C ফোনটিকে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে ৬.৭১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। এছাড়া রয়েছে ৫০মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০এমএএইচ এর ব্যাটারি এবং MediaTek MT6769Z helio প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

Redmi 12C ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ৪৬% ডিস্কাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। ফোনটির এমআরপি ১৪৯৯৯ টাকা। কিন্তু আপনি ফোনটিকে মাত্র ৮০৯৫ টাকা দিয়ে কিনতে পারবেন। যার মধ্যে রয়েছে ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিকে Lavender Purple, Matte Black, Mint Green এবং Royal Blue কালারে কেনা যাবে। ফোনটিকে আপনি ইএমআই বা এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন। এছাড়াও এতে বিভিন্ন ধরনের ব্যাংক অফার রয়েছে।

এদিকে ফোনটির ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টকে মাত্র ৬৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এটিকে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন। আবার ফোনটির ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে ৯৩৯৮ টাকা। এই সমস্ত অফার পেয়ে যাবেন ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে।

আরও পড়ুনঃ

Redmi 12C ফোন ফিচার

ডিসপ্লেঃ রেডমি ১২সি ফোনটি দেখতে অনেকটাই রেডমি এ১ সিরিজ়ের স্মার্টফোনগুলির মতো, যা গত বছরের শুরুতেই ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। ফোনে রয়েছে 6.71 ইঞ্চির ডিসপ্লে, যা ১৬৫০ বাই ৭২০ স্ক্রীন রেজ়োলিউশন সাপোর্ট করে।

ক্যামেরাঃ স্কোয়্যার্কল ক্যামেরা আইল্যান্ড রয়েছে এই ফোনটিতে, যেখানে আপনি দুটি সেন্সর পেয়ে যাবেন। রয়েছে LED ফ্ল্যাশ লাইট। য়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

প্রসেসরঃ পারফরম্যান্সের দিক থেকে Redmi 12C ফোনে আপনি পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। ফোনটি Android 12.0 অপারেটিং সিস্টেমে চলবে।

র‍্যাম ও স্টোরেজঃ এতে ৪জিবি/৬জিবি র‍্যাম এবং ৬৪জিবি/১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ব্যাটারিঃ এই ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য ফিচারঃ কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং 3.5mm হেডফোন জ্যাক।এই স্মার্টফোনটির ওজন মাত্র 192 গ্রাম এবং থিকনেস প্রায় 8.77mm এর কাছাকাছি। এত 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। আপনি এতে ডুয়েল সিমও বেবহার করতে পারবেন। সিকুরিটির জন্য ফোনটির পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button